আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিকিয়ানো মার্টিনেজকে নিয়ে এসে চমক দিয়েছে কলকাতা। একইভাবে ভারতীয় ফুটবল মক্কার বিপরীতে ফুটবল প্রেমীদের চোখ ধাঁধিয়ে দিতে চাইছে কেরালা। লিওনেল মেসি সহ আর্জেন্টিনা দলকে ভারতের নিয়ে আসার ব্যাপারে দক্ষিণ ভারতীয় এই রাজ্যে ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এরপরেই শুরু হয়েছে বিতর্কে।
কেরালায় মেসি কিংবা আর্জেন্টিনা দলকে নিয়ে আসার বিরুদ্ধে মুখ খুলেছেন মোহনবাগানের তারকা ফুটবলার আশিক কুরুনিয়ন। কোনো রাখঢাক না রেখে তিনি সরকারি বলেছেন যে টাকা খরচ করতে হলে ভারতীয় ফুটবলারদের উন্নতির জন্য খরচ করুক রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা। কারণ কেরালায় ফুটবলারদের পরিকাঠামো খুবই নিম্ন মানের। আশিকের এই মন্তব্য ভারতীয় ফুটবল মহলে ছড়িয়ে পড়েছে দাবানলের মতো।
বিতর্কের আবহে আশিক পাশে পেয়েছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি আই এম বিজয়নকে। তিনিও একই মত পোষণ করেন। আশিকের সুরে সুর মিলিয়ে কিংবদন্তি বলেছেন, ‘৩৬ কোটি টাকা খরচ করার পরেও যদি লিওনেল মেসি না আসেন তখন হবে? আশিকের মন্তব্যের সঙ্গে আমি সহমত। এই টাকা যদি দেশের ফুটবলের উন্নয়ের যদি কাজে লাগানো হয় তাহলে সেটা হবে ইতিবাচক পদক্ষেপ। তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে নিয়ে আসার জন্য আমাদের উন্নত পরিকাঠামো দরকার।’
বিজয়নের মতে, ‘ আমি নিজেও আর্জেন্টিনার ভক্ত। কিন্তু এই পরিস্থিতিতে আর্জেন্টিনার জন্য সত্যি কি এতো অর্থ খরচ করা খুব দরকার? মনে হয় না। মানুষের আবেগ বুঝি। মেসিকে দেখার জন্য সবাই মুখিয়ে থাকবেন। কিত্নু বাস্তব পরিস্থিতি বুঝতে হবে।’