East Bengal : বাগানকে হেরো বলা প্রাক্তনী ইস্টবেঙ্গলের জন্য ফুটবলার খুঁজবেন

চলতি সন্তোষ ট্রফি টুর্নামেন্টের দিকে চোখ রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) কর্তাদের। ইতিমধ্যে কেরলে থেকে ফুটবলার বাছাইয়ের দায়িত্ব পেয়েছেন আলভিটো ডি কুনহা এবং ষষ্ঠী দুলে। তাঁদের…

short-samachar

চলতি সন্তোষ ট্রফি টুর্নামেন্টের দিকে চোখ রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) কর্তাদের। ইতিমধ্যে কেরলে থেকে ফুটবলার বাছাইয়ের দায়িত্ব পেয়েছেন আলভিটো ডি কুনহা এবং ষষ্ঠী দুলে। তাঁদের সঙ্গে যুক্ত হতে পারেন আরও এক প্রাক্তন ফুটবলার।

   

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ, আলভিটো ডি কুনহা, ষষ্ঠী দুলেদের সঙ্গে স্কৌতিংয়ের কাজে যোগ দেবেন আইএম বিজয়ন। দক্ষিণ ভারতের ময়দান তাঁর নখদর্পণে । তাঁকে কাজে লাগাতে চাইছেন লাল হলুদ কর্তারা। অতীতে জবি জাস্টিনকে ইস্টবেঙ্গলে সই করানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বিজয়ন। কলকাতা ময়দানে পা রাখা পরবর্তীকালে সাড়া জাগিয়েছিলেন ভারতীয় ফুটবলে। ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন দক্ষিণী এই গোলস্কোরার।

আরও পড়ুন: East Bengal : একগুচ্ছ স্পনসর থাকতে পারে লাল-হলুদ

এ বছরের ইন্ডিয়ান সুপার লিগ চলাকালীন একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন আই এম বিজয়ন । কেরল ফুটবলের প্রতি ভালবাসা ব্যস্ত করেছেন বারংবার। খেতাব জয়ের দৌড়ে থাকা কেরল ব্লাস্টার্সকে আশাবাদী ছিলেন তিনি।

শিল্ডের লড়াইয়ে জামশেদপুর এফসির বিরুদ্ধে পরাস্ত হয়েছিল এটিকে মোহন বাগান। পরাজয়ের গ্লানি নিয়েই পরের ম্যাচে নেমেছিল বাগান। তখন সবুজ মেরুন ব্রিগেডকে হেরো বলে কটাক্ষ করতেও ছাড়েননি ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি।