‘যারা অফিসে বসে আছেন…’, মুখ খুললেন Igor Stimac

ভারতীয় সিনিয়র দলের হেড কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইগর স্টিম্যাচকে (Igor Stimac)। কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচের পর কোচ অপসারণের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন সর্বভারতীয়…

Igor Stimac

ভারতীয় সিনিয়র দলের হেড কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইগর স্টিম্যাচকে (Igor Stimac)। কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচের পর কোচ অপসারণের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা। চাকরি হারানোর পর মুখ খুলেছেন ইগর স্টিম্যাচ। সরাসরি না হলেও ঘুরিয়ে বললেন কর্তাদের কথা।

এক দিনে ১০জন নতুন ফুটবলারের সঙ্গে পরিচয় করাল East Bengal

   

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইগর স্টিম্যাচ। টিম ইন্ডিয়ার কিছু ছবির সঙ্গে তুলে ধরেছেন বক্তব্য। কী বলেছেন ক্রোয়েশিয়ার এই অভিজ্ঞ প্রশিক্ষক? সামাজিক যোগাযেগ মাধ্যমে স্টিম্যাচ বলেছেন, ‘গত পাঁচ বছর ধরে আপনাদের সেবা করতে পারাটা আমার জন্য সম্মানের বিষয়। আমি আশা করিনি যে এই দেশের সঙ্গে আমার এত দৃঢ় বন্ধন তৈরি হবে। কাজে যোগ দেওয়ার সময় আশা করিনি নিজেও এতটা দিতে পারবো। দলের প্রত্যেক খেলোয়াড় ও সদস্যকে নিয়ে আমি গর্বিত। এক সঙ্গে আমরা আশা এবং বিশ্বাসের পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি, আমরা একে অপরকে শারীরিক ও মানসিকভাবে ভয়ডরহীন, বুদ্ধিমান ফুটবল খেলার ব্যাপারে উপযুক্ত করে তুলেছি। যার জন্য প্রচুর সাহস এবং প্রচেষ্টার প্রয়োজন ছিল।’

এরপরেই কোচ লিখেছেন, ‘আমরা পরবর্তী পদক্ষেপ নেওয়ার খুব কাছাকাছি ছিলাম। কিন্তু তার জন্য সবাইকে এক সুতোয় থাকতে হতো। শুধু মাঠের খেলোয়াড় কিংবা দলের স্টাফরাই নন, অফিসে যারা বসে আছেন তাদেরও এগিয়ে আসা দরকার ছিল।’

Mohun Bagan: সাহাল-থাপা-আপুইয়া! কাঁপুনি ধরাবে মোহনবাগানের এই মাঝমাঠ

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Igor Štimac (@stimacigor)

ইগর স্টিম্যাচ আরও বলেছেন, ‘আমরা এক সঙ্গে ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছি। ফুটবল হাউস পরিচালনার দায়িত্বে থেকেছি, দুই বছরের অতিমারির পর দু’টি সাফ চ্যাম্পিয়নশিপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ত্রিদেশীয় কাপ জিতেছি। দীর্ঘদিন পর ভারতকে শীর্ষ ১০০-তে নিয়ে এসেছি এবং দেখিয়েছি কীভাবে শক্তিশালী দলগুলোর বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’