শিল্প শহর কল্যাণীতে বুধবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড (IFA Shield 2025)। শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্ট ঘিরে এবার থাকছে এক বিশেষ চমক। জানা গিয়েছে, গ্রুপ পর্বের কোনও ম্যাচেই থাকছে না টিকিট (Free Entry)। অর্থাৎ, সমর্থকরা একেবারে নিখরচায় মাঠে বসেই দেখতে পারবেন শিল্ডের প্রতিটি খেলা (Kolkata Football News)। শুধুমাত্র ফাইনালের জন্যই রাখা হয়েছে টিকিটের ব্যবস্থা (Bengali Sports News)।
৮ অক্টোবর, দুপুর ৩টেয় কল্যাণী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতার লাল-হলুদ ব্রিগেড ইস্টবেঙ্গল এবং হায়দরাবাদের দল শ্রীনিধি ডেকান। যদিও পরের ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে নামধারী এফসির বিরুদ্ধে, কিশোর ভারতী স্টেডিয়ামে।
প্রথমে পরিকল্পনা ছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সব ম্যাচই হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। তবে পুজোর ছুটির কারণে ৯ অক্টোবরের আগে সেই মাঠ পাওয়া যাবে না। ফলে, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ স্থানান্তরিত করা হয়েছে কল্যাণীতে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত রবিবার রাত পর্যন্ত কল্যাণীতে থেকে পরিকাঠামো খতিয়ে দেখেন ও চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
কল্যাণীতে কয়েক সপ্তাহ আগেই সফলভাবে কলকাতা লিগের একাধিক ম্যাচ আয়োজন করেছিল আইএফএ। সেই অভিজ্ঞতাকে ভিত্তি করেই এবার শিল্ডের আয়োজন সেখানে। শুধু মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচই নয়, অন্যান্য দলগুলির ম্যাচও কল্যাণীতেই অনুষ্ঠিত হবে।
এবার শিল্ডে মোহনবাগানের গ্রুপে থাকছে গোকুলম কেরালা ও ইউনাইটেড স্পোর্টস। সব ম্যাচেই থাকবে ফুটবলপ্রেমীদের জন্য ফ্রি এন্ট্রি। আইএফএর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যালারি ভরাতে ও টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি, দেখা যেতে পারে বেশ কিছু প্রাক্তন ফুটবলারকেও।
ইতিমধ্যেই ইস্টবেঙ্গলকে তাদের প্রথম ম্যাচ সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, লাল-হলুদ শিবির পূর্ণ শক্তির টিম নিয়েই নামতে চাইছে শিল্ডে। অন্যদিকে, মোহনবাগান ৯ অক্টোবর তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “আমাদের মূল লক্ষ্য, শৃঙ্খলার মধ্যে টুর্নামেন্ট শেষ করা এবং সমর্থকদের জন্য ভালো ফুটবল উপহার দেওয়া। ফাইনালে আলাদা অনুষ্ঠানের পরিকল্পনাও করা হতে পারে।”
ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক আনন্দের খবর। বিনা মূল্যে মাঠে গিয়ে প্রিয় দলের খেলা দেখা, গ্যালারিতে বসে উচ্ছ্বাসে মাতোয়ারা হওয়ার সুযোগ সহজে আসে না। তাই এবারের শিল্ড নিঃসন্দেহে হয়ে উঠতে চলেছে এক ‘ফুটবল উৎসব’, যেখানে খেলার সঙ্গে থাকবে আবেগ, ইতিহাস আর প্রতিযোগিতার উত্তেজনা।গ্রুপ পর্বের কোনও ম্যাচেই থাকছে না টিকিট। অর্থাৎ, সমর্থকরা একেবারে নিখরচায় মাঠে বসেই দেখতে পারবেন শিল্ডের প্রতিটি খেলা। শুধুমাত্র ফাইনালের জন্যই রাখা হয়েছে টিকিটের ব্যবস্থা।
East Bengal FC will face Sreenidi Deccan FC in the opening match of the IFA Shield 2025 at the Kalyani Stadium on the day after tomorrow.
Kick-off: 15:00 PM IST
Live streaming: SSEN App
Tickets: Free#TorchBearers #JoyEastBengal pic.twitter.com/rgQIi8b20l— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@torch__bearers) October 6, 2025
IFA Shiled 2025 free entry in group stage matches