কলকাতা, ২৩ সেপ্টেম্বর: কিছু সপ্তাহ অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড (IFA Shield 2025)। গত কয়েকদিন আগেই সেই কথা জানিয়ে দিয়েছে বঙ্গীয় ফুটবল ফেডারেশন। সেই অনুযায়ী আগামী ৮ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট। যেখানে অংশগ্রহণ করতে চলেছে কলকাতা ময়দানের তিন প্রধান যথাক্রমে মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল ক্লাব এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়াও বাংলার আরেক শক্তিশালী ফুটবল দল তথা ডায়মন্ড হারবার এফসি। এবারের এই ডুরান্ড কাপে যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল ডায়মন্ড হারবারের।
চূড়ান্ত সাফল্য না আসলেও সকলের নজর কেড়েছিল তাঁদের পারফরম্যান্স। এবারের এই টুর্নামেন্টে ও সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে সকলের। এছাড়াও জানা গিয়েছিল যে আইলিগ থেকে আরও দুইটি ফুটবল ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছে ফেডারেশনের তরফে। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল গোকুলাম কেরালা এফসি এবং রিয়াল কাশ্মীরের নাম। নয়া তথ্য অনুযায়ী, এই টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে দক্ষিণের এই দল। উল্লেখ্য, এই টুর্নামেন্টের রোড ম্যাপ নিয়ে গত সোমবার বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল আইএফএ দফতরে।
যেখানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের পাশাপাশি ডায়মন্ড হারবার এফসি এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিরা। মূলত বিদেশি ফুটবলারদের খেলানোর পাশাপাশি ম্যাচের আয়োজন সংক্রান্ত বিষয় নিয়েই নাকি আলোচনা হয় সেদিন। তারপরেই সাংবাদিকদের তরফে বাকি দুই দলের বিষয়ে প্রশ্ন করা হলে গোকুলাম কেরালা এফসির অংশগ্রহণের কথা জানিয়ে দেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তবে রিয়াল কাশ্মীর আদৌও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কিনা সেটা এখনও স্পষ্ট হয়নি। তবে আইএফএ সচিবের কথায় পরিস্থিতি অনুযায়ী এক্ষেত্রে প্রিমিয়ার ডিভিশন লিগের কোনও দলকে এই টুর্নামেন্টে অংশগ্ৰহনের জন্য আমন্ত্রণ জানানো হতে পারে।
যারফলে এবারের এই আইএফএ শিল্ডে গোকুলাম কেরালা ছাড়া আইলিগের অন্য কোনও ফুটবল দল অংশগ্রহণ না করলে কলকাতা লিগের এক শক্তিশালী দলকে খেলতে দেখা যেতে পারে। তবে আপাতত ৪৮ ঘন্টা নিজেদের সিদ্ধান্ত জানানোর জন্য সময় থাকছে প্রতিটি ক্লাবের কাছে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
