জট খুলল! অক্টোবরে আইএফএ শিল্ড খেলতে নামছে ময়দানের তিন প্রধান

অন্যান্য বছর গুলির মতো এবার ও কলকাতা লিগের মধ্যে দিয়ে শুরু হয়েছে মরসুম। গতবারের মতো এবারও সেখানে যথেষ্ট ভালো ছন্দে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান…

ifa-shield-participation-paro-fc-uncertain-dhaka-mohammedan

অন্যান্য বছর গুলির মতো এবার ও কলকাতা লিগের মধ্যে দিয়ে শুরু হয়েছে মরসুম। গতবারের মতো এবারও সেখানে যথেষ্ট ভালো ছন্দে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এছাড়াও যথেষ্ট নজর কেড়েছে ডায়মন্ড হারবার এফসি‌। তাছাড়া কিছুদিন আগেই শেষ হয়েছে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট তথা ডুরান্ড কাপ। যেখানে গতবারের মতো এবারও দাপুটে পারফরম্যান্স করে সাফল্যের ধারা অব্যাহত রাখে নর্থইস্ট ইউনাইটেড। হাতে মাত্র কিছু সপ্তাহ। তারপরে শুরু হবে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ। সব ঠিকঠাক থাকলে গোয়ার বুকে আয়োজিত হতে চলেছে এই কাপ।

তবে সেই টুর্নামেন্টের আগেই এবার শুরু হতে চলেছে আইএফএ শিল্ড (IFA Shield 2025)। হ্যাঁ ঠিকই শুনেছেন। পুজোর আমেজ থাকতে থাকতেই এবার আরেক ঘরোয়া ফুটবল উৎসবে মেতে উঠবে বাংলার ফুটবলপ্রেমীরা। যতদূর জানা গিয়েছে, আগামী ৮ই অক্টোবর থেকে শুরু হয়ে যাবে এই ঐতিহাসিক শিল্ড। যেখানে কলকাতা ময়দানের অন্যান্য দল গুলির পাশাপাশি অংশগ্রহণ করবে ময়দানের তিন প্রধান তথা ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্ট। যারফলে কলকাতা লিগ ও ডুরান্ড কাপের পর ফের ডার্বি ম্যাচের সাক্ষী থাকতে চলেছে শহরবাসী।

   

Advertisements

আরও জানা গিয়েছে এক্ষেত্রে হয়তো অংশগ্রহণ করতে পারে মোট ছয়টি ফুটবল দল। কলকাতার তিন প্রধানের পাশাপাশি বর্তমানে বাংলার অন্যতম সফল ফুটবল দল তথা ডায়মন্ড হারবার এফসি ও আইলিগের দুই ফুটবল ক্লাব। যদিও কারা অংশগ্রহণ করবে সেটা স্পষ্ট হয়নি। তবে এই টুর্নামেন্টে ঠিক কতজন বিদেশি ফুটবলার খেলানো যাবে সেটা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শোনা যাচ্ছে, এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আগামী ২২শে সেপ্টেম্বর দল গুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বঙ্গীয় ফুটবল ফেডারেশন।

সেখান থেকেই হয়তো স্পষ্ট হয়ে যাবে সমস্ত কিছু। তারপরেই হয়তো চলে আসবে নির্দেশিকা। শনিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক এমনটাই জানান আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তবে মনে করা হচ্ছে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোর ভারতী স্টেডিয়ামের পাশাপাশি নৈহাটি স্টেডিয়ামে আয়োজিত হতে পারে এই প্রাচীন টুর্নামেন্ট।