HomeSports Newsইডেন ট্র্যাজেডির ৪৫ বছর, পালিত হল ফুটবল প্রেমী দিবস

ইডেন ট্র্যাজেডির ৪৫ বছর, পালিত হল ফুটবল প্রেমী দিবস

- Advertisement -

১৬ই আগস্ট, ১৯৮০। ভারতীয় ফুটবলের (Indian Football) ইতিহাসের এক বেদনার দিন। ইডেন গার্ডেন্সে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচের উত্তেজনা রূপ নিয়েছিল মর্মান্তিক ট্র্যাজেডিতে (Eden Gardens Tragedy)। মৃত্যু হয়েছিল ১৬ জন ফুটবলপ্রেমীর। সেই রক্তাক্ত স্মৃতিকে কেন্দ্র করেই প্রতিবছর ১৬ আগস্ট পালিত হয় ফুটবল প্রেমী দিবস (Football Lovers Day 2025)। ফুটবলের প্রতি ভালোবাসা এবং হিংসার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে এই দিন রক্তদান দিবস (Blood Donation Camp) হিসেবেও পরিচিত।

এবছর, ১৬ আগস্ট ২০২৫ পালিত হল ৪৫তম ফুটবল প্রেমী দিবস। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আইএফএ (IFA) ও অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি ব্লাড ডোনার্সের যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন মোট ৩৪০ জন রক্তদাতা। সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই কর্মসূচি।

   

এই অনুষ্ঠানে রক্তদান করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত ও সহ-সভাপতি সৌরভ পাল। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অশোক চন্দ, অতনু ভট্টাচার্য, অমিত ভদ্র, রঞ্জন ভট্টাচার্য, দীপেন্দু বিশ্বাস, রহিম নবি, মেহেতাব হুসেন সহ আরও অনেকে। এদিন রক্তদাতাদের শংসাপত্রে স্বাক্ষর করেন প্রাক্তন জাতীয় গোলরক্ষক সংগ্রাম মুখার্জী।

IFA organised Blood Donation Camp on Eden Gardens Tragedy remarkable as Football Lovers Day

এছাড়াও, রাজ্যের আরও ১১টি কেন্দ্রে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল উজ্জীবন ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি (পশ্চিম বর্ধমান), শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন (দার্জিলিং), ঘাটাল, কুলটি, টাকি, ডেবরা, বালুরঘাট, ঝাড়গ্রাম ও পুরুলিয়া সহ বিভিন্ন জেলা।

বিশেষভাবে উল্লেখযোগ্য, যাঁরা ১৫ থেকে ২৫ বছর ধরে এই শিবিরে নিয়মিত রক্তদান করে আসছেন, তাঁদের আইএফএফের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এদিনটি শুধুমাত্র রক্তদানের মধ্য দিয়ে নয়, ফুটবলকে কেন্দ্র করে সৌহার্দ্য, সহনশীলতা ও সম্প্রীতির বার্তা দিয়েই রচিত হল এক অনন্য সামাজিক দৃষ্টান্ত।

IFA organised Blood Donation Camp on Eden Gardens Tragedy remarkable as Football Lovers Day 2025

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular