আবেদন করেও কাজ হল না। নির্দিষ্ট সময়েই বৈঠক হবে। ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) পক্ষ থেকে আইএফএ (IFA)-এর কাছে আবেদন করা হয়েছিল, সভা যেন কিছুটা পিছিয়ে দেওয়া হয়। বাংলার ফুটবল নিয়ামক সংস্থা সেই অনুরোধ মঞ্জুর করেনি।
কিছু দিন আগে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ-এর সঙ্গে আলোচনায় বসেছিলেন কলকাতার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও প্রতিনিধি উপস্থিত ছিলেন। এটিকে মোহন বাগানের কেউ ছিলেন না। বাগান সম্ভবত কলকাতা ফুটবল লিগে দল নামাবে না। আলোচনায় জানানো হয়েছিল, চলতি মাসের শেষের দিক থেকে কলকাতা ফুটবল লিগ শুরু করে দেওয়ার চেষ্টা করা হবে। জানা গিয়েছিল, দুর্গা পুজোর আগে প্রতিযোগিতা শেষ করার পরিকল্পনা রয়েছে।
সেই দিনের বৈঠকের পর মঙ্গলবার ফের আইএফএ’র সভা। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল সভা পিছিয়ে দেওয়ার জন্য। বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আবদনে সাড়া দেয়নি বলেই খবর। মঙ্গলবার বিকেলে, নির্দিষ্ট সময়েই সভা হতে চলেছে। সেখানে ইস্টবেঙ্গল ক্লাব থেকে একজন হাজির থাকতে পারেন।
ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আরও এক আবেদন করা হয়েছিল। চলতি মাস থেকে সিএফএল শুরু করার পরিকল্পনা রয়েছে। এদিনে ইস্টবেঙ্গল, ইমামি গোষ্ঠীর মধ্যে এখনও সই হয়নি। স্বভাবতই হয়নি দল গঠন। এখন জুলাইয়ের প্রায় শেষের দিক। মাস শেষ হতে বাকি হাতে গোনা কয়েক দিন। এই সময়ের মধ্যে সই, দল গঠন, কোচ নির্বাচন ইত্যাদি কাজ সম্পন্ন করা কঠিন। তাই ক্লাব আবেদন করেছে যে প্রতিযোগিতা শুরু হয়ে গেলেও তাদের খেলা যেন নতুন মাস থেকে দেওয়া হয়।