মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল (Mohun Bagan-East Bengal) ম্যাচ নিয়ে তুঙ্গে রয়েছে জল্পনা। এখনও পর্যন্ত যা খবর তাতে নির্ধারিত দিনে এই ম্যাচ হচ্ছে না। তার বদলে কোনও দিন ম্যাচের আয়োজন করা হতে পারে। একই সঙ্গে প্রশ্ন, কলকাতাতেই কি এই ম্যাচটি খেলানো হবে?
আগামী দশ মার্চ মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল হওয়ার কথা ছিল। ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচ। হাইভোল্টেজ এই ম্যাচের দিন আগে থেকেই ঠিক করা ছিল। সমস্যা শুরু হল একটা ঘোষণা হওয়ার পর থেকে। ১০ মার্চ তৃণমূলের জনসভা। শহরে এক সঙ্গে দুটো মেগা ইভেন্ট আয়োজন করার ব্যাপারে তৈরি হয়েছিল জটিলতা। প্রশাসন, আয়োজক উভয়ের পক্ষ থেকে জট ছাড়ানোর চেষ্টা করা হয়েছিল। জট ছাড়ানো যায়নি। বাতিল হয়ে গিয়েছে মার্চের ১০ তারিখের ম্যাচ।
এই ম্যাচ কবে খেলানো হবে সেটা এখনও ঠিক হয়নি। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে নতুন তারিখ। কেউ কেউ দাবি করতে শুরু করেছেন, মাঠ বদল করা হতে পারে। মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনের বদলে ডার্বি খেলানো হতে পারে অন্য কোনও ভ্যেনুতে, এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে ভ্যেনু বদল করে ডার্বি আয়োজন করার বিষয়টি এখনই নিশ্চিত নয়।
বিপরীত কিছু মতামতও শোনা যাচ্ছে। ফুটবল মহলে জোরালো দাবি, কলকাতা ডার্বি হবে কলকাতাতেই। ম্যাচের দিন বদল করা হলেও ম্যাচের স্থান বদল করার সম্ভাবনা কম বলেও ফুটবল অনুরাগীদের একাংশ দাবি করেছেন। তবে সরকারীভাবে ঘোষণা না করা পর্যন্ত বজায় থাকবে সাসপেন্স।