ভারতের জয়ের দিন বিশ্বকাপ প্রাইজ মানি নিয়ে বড় ঘোষণা করল ICC

World Cup Prize Money

বিশ্বকাপ (World Cup) নিয়ে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ ক্রমে বৃদ্ধি পাচ্ছে। টুর্নামেন্টে শুরু হবে ৫ অক্টোবর থেকে। তার আগেই বেশিরভাগ স্টেডিয়ামে আসন বুকিং হয়ে প্রায় হয়ে গিয়েছে। এরই মধ্যে বিশ্বকাপের পুরস্কার মূল্য সম্পর্কে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। শুক্রবার করা হয়েছে এই ঘোষণা। আইসিসি জানিয়েছে, আসন্ন বিশ্বকাপের জন্য মোট ১০ মিলিয়ন মার্কিন ডলার (৮২.৯৩ কোটি টাকা) বরাদ্দ করা হয়েছে।

Advertisements

আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের বিজয়ী দল মোট ১০ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ৪ মিলিয়ন মার্কিন ডলার (৩৩.১৮ কোটি টাকা) পাবে। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালের রানার্সআপ দলকে দেওয়া হবে ২০ লাখ মার্কিন ডলার (১৬.৫৯ কোটি টাকা)।

   

গ্রুপ পর্বের ১০টি দলই রাউন্ড রবিন ফরম্যাটে একে অপরের বিপক্ষে খেলবে এবং শীর্ষ চারটি দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। গ্রুপ পর্বের খেলায় বিজয়ী দলের জন্য পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে। প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার মার্কিন ডলার (৩৩.১৭ লাখ টাকা)। গ্রুপ পর্ব শেষে নকআউটপর্বে উঠতে ব্যর্থ দলগুলো পাবে এক লাখ মার্কিন ডলার (৮২ লাখ ৯৪ হাজার টাকা)।

Advertisements

বিশ্বকাপের ১৩তম আসরে মোট ১০টি দল একে অপরের মুখোমুখি হবে মর্যাদাপূর্ণ বিশ্বকাপ খেতাব জয়ের লক্ষ্যে। আয়োজক হিসেবে ভারত ইতিমধ্যে যোগ্যতা অর্জন করেছে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকাও সহজে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার জন্য কোয়ালিফায়ারে কঠোর পরিশ্রম করতে হয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে।

১০টি ভেন্যুতে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই বিশ্ব মঞ্চে। আগামী ৫ অক্টোবর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ।