ভারতের বিশ্বকাপ স্কোয়াডে বড় বদল, সুযোগ পেলেন শতাধিক উইকেট পাওয়া বোলার

India Drops Surprise: World Cup Squad Unveiled Amidst Asia Cup

ভারতের বিশ্বকাপ দলে বড় পরিবর্তন। চূড়ান্ত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর প্যাটেলের জায়গায় দলে এসেছেন অশ্বিন। অক্ষরকে প্রাথমিকভাবে দলে রাখা হলেও এখনো চোট থেকে সেরে উঠতে পারেননি তিনি।

Advertisements

গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে চোট পান অক্ষর। অশ্বিন ইতিমধ্যেই দলের সঙ্গে গুয়াহাটিতে গিয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর তাঁর প্রথম অনুশীলন ম্যাচ খেলবেন। এই ম্যাচটি হবে ইংল্যান্ডের বিপক্ষে। অশ্বিন ১১৫ টি একদিনের ম্যাচে ১১৫ টি উইকেট নিয়েছেন। অক্ষর প্যাটেলের চোটের পরে অনেক অভিজ্ঞ ক্রিকেটার অশ্বিনকে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করার পক্ষে ছিলেন।

   

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা পেয়েছিলেন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি দারুণ পারফর্ম করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে ৭ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।অধিনায়ক রোহিত শর্মা তৃতীয় ম্যাচের সাংবাদিক সম্মেলনের আগে এই বদলের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। যদিও বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে অশ্বিনকে নিয়ে নীরব ছিলেন কোচ রাহুল দ্রাবিড়।

Advertisements

অশ্বিনের অন্তর্ভুক্তির ফলে ভারতীয় দলে মোট তিনজন স্পিনারকে অন্তর্ভুক্ত করা হল। অশ্বিনের পাশাপাশি রবীন্দ্র জাদেজার বাঁ-হাতি স্পিন এবং কুলদীপ যাদবের বাঁ-হাতি রিস্ট স্পিন ভারতীয় পিচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। ২০১১ সালে বিশ্বকাপ খেলেছিলেন তিনি। সেবার ভারত বিশ্বকাপ জিতেছিল। ২০১৫ সালে অস্ট্রেলিয়াতেও খেলেছেন তিনি। তবে ২০১৯ সালে সুযোগ পাননি অশ্বিন।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড:-
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব।