দু’সপ্তাহ আগে শেষ হয়েছে ভারত বনাম বাংলদেশের টেস্ট ম্যাচ। পাশাপাশি পাকিস্তানের ঘরের মাঠেই তাঁদের বিরুদ্ধে নজর কাড়া পারফরম্যন্সে গোটা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ইংল্যান্ড। একের একের পর এক রেকর্ড গড়তে দেখা গিয়েছিল হ্যারি ব্রুক এবং জো রুটকে। ফের একবার ক্রিকেটপ্রেমীদের নজরে চলে এলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। আইসিসির টেস্ট ব্যাটারদের তালিকায় (ICC Rankings) শীর্ষ স্থান ধরে রাখলেন রুট (Root)। পিছিয়ে পড়লেন বিরাট কোহলি (Virat Kohli), যশস্বী জয়সওয়াল (Jaiswal)।
ডার্বির উত্তেজনা শহরে, প্রত্যাশা কি জানালেন টিকিটের লাইনে দাঁড়ানো সমর্থকরা
সদ্য প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসির টেস্ট ব্যাটারদের তালিকা। সেখানেই চোখ কপালে উঠেছে সকলের। রুট শীর্ষ স্থান ধরে রাখার সঙ্গে সঙ্গে পয়েন্ট বাড়ালেন। ৯৩২ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রইলেন তিনি। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৩১৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। সেই অনুযায়ী প্রকাশিত তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি, টপকে গেলেন বিরাট কোহলি, স্টিভ স্মিথকে। বর্তমানে তাঁর পয়েন্ট ৮২৯। একইসঙ্গে যুগ্ম ভাবে ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
ডার্বি ম্যাচে লাল-হলুদের কোচের দায়িত্বে কে, অনিশ্চিত অস্কার নাকি বিনো জর্জ
তৃতীয় থেকে চতুর্থ স্থানে চোলে গেলেন ভারতের ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়াল। তাঁর রেটিং পয়েন্ট ৭৯২। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং ওসমান খোয়াজা। একধাপ নিচে নামলেন বিরাট কোহলি। ৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন তিনি। নবম স্থানে রয়েছন ভারতের উইকেট কিপার তথা ব্যাটার ঋষভ পন্থ এবং নিউজিল্যান্ডের মিচেল। তাঁদের রেটিং পয়েন্ট ৭১৮। পাশাপাশি ৬৯৩ রেটিংপয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে রয়েছেন টেস্ট ক্রিকেটে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং ১৭ নম্বরে রয়েছেন শুভমন গিল। তাঁর রেটিং পয়েন্ট ৬৮৪।
মোহনবাগান এবং মহামেডানের বিরুদ্ধে ডার্বি কবে, রইল লাল-হলুদ শিবিরের খেলার সূচি
পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের এবং কিউইদের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ শেষ হলে আইসিসির টেস্ট ব্যাটারদের তালিকায় নতুন কোন পরিবর্তন হয় কিনা, তা শুধু সময়ের অপেক্ষা।