ICC T20 Rankings: প্রথম দশ থেকে ছিটকে গেলেন বিরাট, শ্রেয়াসের মুখে হাসি

সম্প্রতি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক টি২০ ক্রম তালিকা (ICC T20 Rankings)। তালিকার প্রথম দশ থেকে ছিটকে গিয়েছে বিরাট কোহলি। খুশি হবেন শ্রেয়স আইয়ার। ক্রম তালিকায় তাঁর উন্নতি হয়েছে। 

সদ্য সমাপ্ত ভারত শ্রীলঙ্কা সিরিজের পর বদল এসেছে কুড়ি বিশের ক্রম তালিকায়। সিরিজে তিনটি ম্যাচে অপরাজিত পঞ্চাশ রানের ইনিংস খেলেছেন তিনি। যার সুবাদে আইসিসি তালিকায় এই প্রমোশন। আগে টি২০ ফরম্যাটে ব্যাটসম্যানদের ক্রম তালিকায় সাতাশ নম্বরে ছিলেন তিনি। প্রমোশনের পর রয়েছেন আঠারো নম্বরে। 

   

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ছিলেন না বিরাট কোহলি। বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। যার ফলে ক্রম তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছেন। ছিটকে গিয়েছেন প্রথম দশ থেকে। বর্তমানে টি২০ ব্যাটম্যান তালিকায় ১৫ নম্বরে তিনি রয়েছেন। 

ICC T20 Rankings

তালিকায় তাল লাগিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার। কাগিসো রাবাদা। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁর আট উইকেটের স্পেল এখন আলোচনার বিষয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। ব্যাট হাতে করেছিলেন ৪৭ রানের একটি অনবদ্য ইনিংস । যার সুবাদে টেস্ট বোলারদের মধ্যে তিন নম্বরে উঠে এসেছেন রাবাদা। উপরে এখন শুধু প্যাট কামিন্স ও আর অশ্বিন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন