World Test Championship : ভারতীয় ব্যাটসম্যানদের টেস্ট ক্রিকেটার পাঠ দিচ্ছেন জো রুট

বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে উঠেছিল ভারত। আগামী দিনে রয়েছে একাধিক ম্যাচ। তার আগে টেস্ট ক্রিকেটের নিরিখে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্স কেমন তার…

বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে উঠেছিল ভারত। আগামী দিনে রয়েছে একাধিক ম্যাচ। তার আগে টেস্ট ক্রিকেটের নিরিখে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্স কেমন তার আভাস মিলল। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) পক্ষ থেকে টুর্নামেন্টের সর্বোচ্চ রান প্রাপকদের একটি তালিকা (২০২১-২৩) প্রকাশ করা হয়েছে। এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট।

Advertisements

আইসিসি প্রকাশিত তালিকায় সর্বোচ্চ রান প্রাপক ব্যাটসম্যান জো রুট। তাঁর নামের পাশে রয়েছে ১ হাজার ১৭৫ রান। তালিকায় অন্যান্য ক্রিকেটারদের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে তিনি। দ্বিতীয় স্থান অধিকারী উসমান খাওয়াজার রান ৭৫১।

   

আরও পড়ুন: World Test Championship : ভারতের সামনে তিন দেশের কঠিন চ্যালেঞ্জ

তালিকায় জায়গা পেয়েছেন ভারতের দুই ক্রিকেটার – লোকেশ রাহুল এবং ঋষভ পন্থ। রাহুলের সংগ্রহ ৫৪১ রান। সপ্তম স্থানে রয়েছেন তিনি। পন্থ করেছেন ৫১৭ রান। দক্ষিণ আফ্রিকার ডিন এলগারের সঙ্গে (অষ্টম স্থানে) একাসনে রয়েছেন তিনি।

World Test Championship
বাকিদের থেকে অনেকটা এগিয়ে জো রুট।

আগামী দিনে ভারতের সামনে রয়েছে তিন দেশের চ্যালেঞ্জ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। খেতাব জয়ের রাস্তা মসৃণ করতে এই তিন দেশের হার্ডল আগে টপকাতে হবে টিম ইন্ডিয়াকে।