ভালো খেললেও সুযোগ দিল না BCCI, বিস্মিত খোদ ICC

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ক্রিকেট নিয়ামক সংস্থার (BCCI) সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ক্রিকেট মহলে। ভালো খেলেও সুযোগ পাননি একাধিক ক্রিকেটার, মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।

Advertisements

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন উমরান মালিক, কুলদীপ যাদব, আর্শদীপ সিং। ফিরিয়ে নিয়ে আসা হয়েছে দীনেশ কার্তিককে। কিন্তু ধারাবাহিক রান করেও জায়গা হয়নি ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) কিংবা রাহুল ত্রিপাঠীর (Rahul Tripathi)।

দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। চলতি আইপিএল-এ ফর্মেও ছিলেন না এই দুই তারকা। এই পরিস্থিতিতে অধিনায়ক করা হয়েছে লোকেশ রাহুলকে। দুর্ধর্ষ ফর্মে রয়েছেন তিনি। লোকেশকে ক্যাপ্টেন করার সিদ্ধান্তও কেউ কেউ মেনে নিতে পারছেন না।

Advertisements

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে বিস্ময় প্রকাশ করা হয়েছে দল গঠন সম্পর্কে। রবিবার তাদের নিজস্ব ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। যার একটি অংশে রাহুল ত্রিপাঠীকে জাতীয় শিবিরে না ডাকার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাহুল গত দুই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম ধারাবাহিক ক্রিকেটার। দুই মরশুম মিলিয়ে তাঁর গড় রান ৩৯০। স্ট্রাইক রেট ১৪০-এর বেশি। এ বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে করেছেন ৩৯৩ রান। স্ট্রাইক রেট ১৬১।

BCCI
রান করেও জায়গা পেলেন না ঋদ্ধিমান সাহা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের দল গঠন মেনে নিতে পারছেন না বাংলার ক্রিকেট প্রেমীরা। কারণ দলে নেই ঋদ্ধিমান সাহা। চলতি আইপিএলে ধারাবাহিক রান পেয়েছেন তিনি। সমালোচনার জবাব দিয়েছেন ব্যাটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে এখনও পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছেন। মোট রান ৩১২।