World Cup 2023: শনিবার ইডেন দেখতে শহরে আইসিসি কর্তারা

দুর্গা পুজোর পাশাপাশি বিশ্বকাপের দামামা বেজে গেছে শহরে। প্রস্তুতি শুরু হয়েছে ক্রিকেটের নন্দন কাননে। ধর্মশালার পর এবার ইডেনে আইসিসির মাঠ পর্যবেক্ষণকারী দল। শনিবার অর্থাৎ ৫…

দুর্গা পুজোর পাশাপাশি বিশ্বকাপের দামামা বেজে গেছে শহরে। প্রস্তুতি শুরু হয়েছে ক্রিকেটের নন্দন কাননে। ধর্মশালার পর এবার ইডেনে আইসিসির মাঠ পর্যবেক্ষণকারী দল। শনিবার অর্থাৎ ৫ আগস্ট ইডেন গার্ডেন দেখতে আসার কথা আছে তাদের। বিশেষত বিশ্বকাপের ম্যাচ আয়োজক মাঠগুলিকে একবার করে দেখে নিচ্ছেন আইসিসির প্রতিনিধিরা।

কলকাতায় এবার বিশ্বকাপের পাঁচটি পড়েছে। পুরোনো প্রকাশিত সূচি অনুযায়ী প্রথম ম্যাচ ২৮ অক্টোবর – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের। এছাড়া পাকিস্তানের দুটি ম্যাচ রয়েছে এখানে- একটি বাংলাদেশ , এবং আরেকটি ইংল্যান্ডের বিরুদ্ধে। ৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা হবে ইডেনে। তাছাড়া, দুটির সেমিফাইনালের আয়োজক ইডেন।

   

কিছুদিন আগে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন আইসিসির প্রতিনিধি দলের সদস্যেরা। মাঠ দেখে খুশি হয়েছেন বলেই জানা গিয়েছে। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিত্ব করছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। তিনি জানিয়েছেন, নিয়মমাফিক বিশ্বকাপের স্টেডিয়ামগুলি পরিদর্শন করছেন আইসিসির প্রতিনিধিরা।

তিনি বলেছেন, “আইসিসি এবং বিসিসিআইয়ের একটি যৌথ প্রতিনিধি দল ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে আসে। মাঠ, সাজঘর-সহ স্টেডিয়ামের সব কিছু খতিয়ে দেখেছেন তাঁরা। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে এই পরিদর্শন স্বাভাবিক। মাঠের নতুন আউটফিল্ড এবং উইকেট দেখে তাঁরা খুশি। খুব দ্রুত তাঁরা রিপোর্ট পাঠিয়ে দেবেন। বিশ্বকাপের কথা মাথায় রেখে গত এক বছর ধরে উন্নয়নের নানা কাজ করেছি আমরা। বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।”

এই বছর ভারতীয় প্রিমিয়ার লিগে সেরা মাঠের পুরস্কার পায় কোলকাতার ইডেন গার্ডেন। অতএব, সামান্য পরিদর্শনে ঘাবড়ানোর লোক নয় ইডেন কর্তৃপক্ষ। তারাও প্রস্তুত, বিশ্বকাপ, তাদের সেরাটা দিতে।