World Test Championship Final 2024-25: রোহিত-গম্ভীরদের দাবি উড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘোষণা করল আইসিসি

বেশ কিছুদিন পর একাধিক টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। তবে এর মধ্যেই ভারতীয় ক্রিকেটে এক নতুন তর্কের সৃষ্টি হল। একদা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে…

Rohit& Gambhir

বেশ কিছুদিন পর একাধিক টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। তবে এর মধ্যেই ভারতীয় ক্রিকেটে এক নতুন তর্কের সৃষ্টি হল। একদা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং কোচ গম্ভীর প্রশ্ন তুলেছিলেন, কেন প্রতি বার ইংল্যান্ডের মাঠেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2024-25) হবে ? তারা অন্য দেশের মাঠেও এই ফাইনাল আয়োজন করার ব্যাপারে প্রস্তাব দেন আইসিসি কে। তবে তাঁদের সেই দাবি মানল না আইসিসি। ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডে। আজ সে কথা সমাজমাধ্যমে জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস জানিয়েছেন, “টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খুব দ্রুত প্রতীক্ষিত টুর্নামেন্ট হয়ে উঠেছে। সকলের আগ্রহ তুঙ্গে। সারা বিশ্বের ভক্তরাই অপেক্ষা করেন এই ম্যাচ দেখার জন্য। টিকিটের চাহিদা বাড়তে শুরু করবে। আমিও দর্শকদের বলব, আগামী বছরের সেরা টেস্ট ম্যাচটি দেখা নিশ্চিত করুন।”

   

এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ফলে ফের ফাইনালে খেলার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। কিন্তু বিগত দুবারই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে পরাস্ত হতে হয়েছে ‘মেন ইন ব্লুজ’কে। এবার সেই রেকর্ড ভাঙার অপেক্ষায় দেশবাসী। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত শর্মা- গৌতম গম্ভীর প্রশ্ন তোলেন চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2024-25) বারবার ইংল্যান্ডের মাটিতে আয়োজন করার কারন নিয়ে। তবে এর কোন জবাব পাওয়া যায়নি আইসিসির তরফ থেকে।

প্রসঙ্গত এবারও ইংল্যান্ডের মাটিতেই হতে চলেছে ফাইনাল (World Test Championship Final 2025)। তবে ভেন্যু বদলাচ্ছে। ২০২৫-র ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে। ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চলবে ফাইনাল ম্যাচটি। ১৬ তারিখ রাখা হয়েছে রিজার্ভ দিন হিসেবে। তবে ২০২৩-র ফাইনালে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত হারে অস্ট্রেলিয়ার কাছে। এবারও তিনি অধিনায়ক। তবে কোচের পদে এসেছেন গৌতম গম্ভীর। দুজনের যুগলবন্দি কি এবার সাফল্য এনে দিতে পারবে? তার উত্তর পাওয়া যাবে আগামী বছরের জুন মাসেই।