ICC Champions Trophy : প্রকাশ্যে এল পাকিস্তানের বদলে চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন ভ্যেনু

icc-champions-trophy-2025-indian-match-officials Javagal Srinath- Nitin Menon-skip-pakistan

২০২৫ সালের শুরুতে পাকিস্তানে (Pakistan) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy), কিন্তু একাধিক সমস্যা ও রাজনৈতিক অস্থিরতার কারণে এই ইভেন্টের আয়োজক দেশ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) প্রথমে সাফ জানিয়ে দেয় যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে, কিন্তু শেষ মুহূর্তে ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়ার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। বিসিসিআই (BCCI) তথা ভারতীয় ক্রিকেট বোর্ড (Indian Cricket Board), স্পষ্টভাবে জানিয়েছে যে, পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি অনুকূল না হওয়ায় ভারতীয় দল টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে যাবে না।

ISL 2024: টিম অফ দ্যা উইকে লাল-হলুদের দুই তারকা, নেই বাগানের কোনও ফুটবলার

   

এরপর থেকে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির (ICC) উপর চাপ সৃষ্টির চেষ্টা করতে থাকে। এবার আশঙ্কা শুরু হয়েছে ভারত যদি পাকিস্তানে না যায়, তবে পুরো টুর্নামেন্টের আয়োজক দেশ বদলে যাবে এবং পাকিস্তানের জন্য তা বড় লজ্জার কারণ হতে পারে।

আইসিসির তরফে পাকিস্তানকে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়, যেখানে ভারতীয় দল তাদের ম্যাচগুলি অন্য দেশে খেলতে পারে, সম্ভবত দুবাইতে। তবে পিসিবি এই প্রস্তাবটি মানতে রাজি হয়নি। তাদের একক দাবি ছিল যে, সব ম্যাচ পাকিস্তানে আয়োজন করতে হবে।

ডার্বিতে ক্লিনশিটের পর ইস্টবেঙ্গল দলের ওপর ভরসা লালের

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও একটি কৌশলী পদক্ষেপ নিয়েছে। তারা চাপে পড়ে এও জানিয়ে দিয়েছে যে, ভারত যদি পাকিস্তানে না আসে, তবে তারা সম্ভবত পুরো টুর্নামেন্ট থেকে নিজেদের নাম তুলে নেবে। তবে পিসিবি দাবি করেছে যে, এই সিদ্ধান্ত তাদের নিজস্ব নয়, বরং পাকিস্তান সরকার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং সরকারি নির্দেশে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

আইসিসি কর্তৃক চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানকে যে হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হয়েছিল, তা একেবারেই নতুন কিছু নয়। এর আগে ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজনেও হাইব্রিড মডেলই অনুসরণ করেছিল পাকিস্তান। ভারতীয় দল এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচগুলো খেলে, তবে বেশ কিছু ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হয়। এই ধরনের মডেল প্রবর্তন পাকিস্তানের জন্য কঠিন হলেও, তারা পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়েছিল।

ইংল্যান্ড সিরিজে ফিরলেন ফায়ে টানিক্লিফ, বিশ্রামে ক্যাপ-খাকা

তবে, যদি পাকিস্তান হাইব্রিড মডেল মেনে না নেয় এবং তাদের চাপের কাছে আইসিসি ভেঙে পড়ে, তাহলে বিশ্ব ক্রিকেটের জন্য নতুন সংকট তৈরি হবে। তবে একটি আশঙ্কা রয়েছে যে, যদি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আয়োজন সম্ভব না হয়, তাহলে দক্ষিণ আফ্রিকায় (South Africa) নতুন স্থানে টুর্নামেন্ট আয়োজনের বিকল্প প্রস্তুতি শুরু হতে পারে।

এমন পরিস্থিতিতে, পাকিস্তান ও ভারত দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবং ক্রিকেট সম্পর্কের অনিশ্চয়তা আইসিসির চ্যালেঞ্জের মধ্যে পরিণত হয়েছে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে বিশ্ব ক্রিকেটের বড় এই টুর্নামেন্ট কোথায় হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন