ভারতকে নিয়ে যে কোনও সময় বড় ঘোষণা করতে পারে ICC

icc

ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ এখন শেষ ধাপে। সিরিজের ৪টি ম্যাচ হয়েছে, ভারত ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে। এবার শেষ ম্যাচের পালা, যা ৭ মার্চ থেকে ধর্মশালায় খেলা হবে। এর জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকেও দল ঘোষণা করা হয়েছে, দলে কিছু পরিবর্তন আনা হয়েছে। এদিকে আইসিসি টেস্ট ক্রম তালিকায় আরও একবার ভারতীয় দলের সামনে সুযোগ রয়েছে এক নম্বরে ওঠার। যে কোনো সময় তা ঘোষণা করা হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি (ICC)।

Advertisements

আইসিসি ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রম তালিকায় ভারতীয় দল শীর্ষে অর্থাৎ এক নম্বর স্থান দখল করে আছে। এদিকে টেস্টই একমাত্র ফরম্যাট যেখানে টিম ইন্ডিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। আইসিসি টেস্ট পয়েন্ট তালিকার এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। যদিও ভারত ও অস্ট্রেলিয়া উভয়েরই রেটিং সমান। সাম্প্রতিক সময়ে ভারতীয় দল যেভাবে টানা তিনটি টেস্ট ম্যাচ জিতেছে, তাতে এক নম্বরে যাওয়ার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে।

২০২৪ সালের ২৮ জানুয়ারির পর আইসিসি দলগুলোর ক্রম আপডেট করা হয়নি। আপাতত অস্ট্রেলিয়ার রেটিং ১১৭ এবং দলটি রয়েছে এক নম্বরে। একই সঙ্গে ভারতের রেটিং ১১৭ এবং রয়েছে দুই নম্বরে। কিন্তু ২৮ জানুয়ারির পর থেকে ভারতীয় দল টানা তিন ম্যাচ জিতলেও আইসিসির আপডেট না পাওয়ায় ভারতের রেটিং এখন কত তা জানা যায়নি।

Advertisements

অস্ত্রেলিয়া ও ভারতের পর ইংল্যান্ড আছে তিন নম্বরে। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৫। কিন্তু দলটি টানা তিন ম্যাচ হেরেছে, তাই তাদেরও নতুন রেটিং আগের থেকে প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে। যদিও এর ফলে কোন দলের স্থান কোথায় গিয়ে দাঁড়ায় সে ব্যাপারে ক্রিকেট প্রেমীদের উৎসাহ রয়েছে। ইংল্যান্ডের পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা, যার রেটিং ১০৬। ইংল্যান্ডের পদস্খলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ক্রিকেট প্রেমীদের অনেকে মনে করছেন।