আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। আমেরিকায় পৌঁছেছে ভারতীয় দল। বিশ্বকাপের কথা মাথায় রেখে ২৫ মে আমেরিকার উদ্দেশে রওনা দেয় ভারতীয় দল। বিশ্বকাপ শুরুর আগে ১ জুন বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। একই সঙ্গে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে।
তবে তার আগেই ভারতীয় ক্রিকেটারদের বড় উপহার দিয়েছে আইসিসি (ICC)। ভারতীয় ক্রিকেট দলের সাত ক্রিকেটারকে সম্মান জানিয়েছে আইসিসি। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে ব্যাটসম্যান সূর্যকুমার যাদব পর্যন্ত মোট সাতজন ক্রিকেটারকে সম্মানিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ২০২৩ সালের আইসিসি টেস্ট দলে থাকার জন্য রবীন্দ্র জাদেজাকে ক্যাপ দিয়ে সম্মানিত করা হয়েছিল।
t20 world cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল বদল করলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে আর্শদীপ সিংয়ের নাম থাকায় আইসিসির পক্ষ থেকেও তাকেও সম্মানিত করা হয়েছে।
Indian Players with ICC Awards 2023. 🇮🇳 pic.twitter.com/ael33fvE29
— Johns. (@CricCrazyJohns) May 30, 2024
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার নাম আইসিসি ওডিআই টিম অফ দ্য ইয়ার ২০২৩-এ অন্তর্ভুক্ত করা হয়েছিল, এই কারণে তাকে আইসিসি কর্তৃক সম্মানিত করা হয়েছে। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়ায় ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান শুভমান গিলকেও সম্মাননা দিয়েছে আইসিসি।
আইপিএল কাঁপানো ৪ ক্রিকেটারকে দেখা যাবে না টি২০ বিশ্বকাপে
২০২৩ সালের আইসিসি ওয়ানডে দলে জায়গা পাওয়ায় এই পুরস্কার পেয়েছেন ভারতের স্পিন বোলার কুলদীপ যাদবও। ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজকেও আইসিসি ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল, এই কারণে সিরাজকেও আইসিসি কর্তৃক সম্মানিত করা হয়। মোট ৭ জন ভারতীয় ক্রিকেটারকে সম্মানিত করেছে আইসিসি।