আইলিগ জয়ী তারকাকে চূড়ান্ত করল সাদা-কালো ব্রিগেড, চিনে নিন

Emil Benny

আগত আইলিগ মরশুমে ঝাঁঝালো পারফরম্যান্স করার লক্ষ্যে এবার বদ্ধপরিকর সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেড। তাই আগের সব হতাশা ভুলে দলকে ঢেলে সাজানোই মূল লক্ষ্য ছিল ম্যানেজমেন্টের। সেজন্য তৎকালীন কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর নেতৃত্বে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক দেশিয় তারকা বাছাইয়ের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেয় মহামেডান। সেইমতো আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে ঘানাই তারকা ফুটবলার প্রিন্স ওপোকু ও রিয়াল কাশ্মীর দলের প্রাক্তন অধিনায়ক লামিনে মোরোকে সাইন করানো হয় রেডরোডের এই ক্লাবে।

তবে শুধু বিদেশি নয়। দেশিয় ফুটবলারদের ক্ষেত্রে ও বজায় থাকে চমক প্রক্রিয়া। গত ইয়ুথ ডেভলপমেন্ট লিগে দলের হয়ে খেলা দুই তারকা ফুটবলার দীপু ও উইলিয়াম সহ ডেভিডদের পাশাপাশি একাধিক প্রতিভাবানদের সাইন করিয়ে নেয় মহামেডান স্পোর্টিং। গত কয়েকদিন আগেই দলে আনা হয়েছে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেলা দাপুটে ফুটবলার মোহম্মদ ইরশাদকে।

   

পাশাপাশি লাল-হলুদ ব্রিগেডের প্রাক্তন তারকা আঙ্গুসানার ও ডেস্টিনেশন থেকেছে সাদা-কালো শিবির। এছাড়াও গতকাল রাতে দলের সঙ্গে যুক্ত করা হয় তারকা গোলরক্ষক জেটলি সোরোখাইবামকে। একটা সময় ক্লাসিক ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন তিনি। সেখান থেকেই এবার বছর বাইশের এই ফুটবলারকে টেনেছে দেশের এই ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব।

এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে এমিল বেনী। শেষ মরশুমে গোকুলাম কেরালা দলের হয়ে আইলিগ জিতেছিলেন এই তরুণ মিডফিল্ডার। পাশাপাশি নর্থইস্ট ইউনাইটেডের হাত ধরে হিরো আইএসএল খেলার ও অভিজ্ঞতা রয়েছে এই তারকার। আসন্ন আইলিগে এবার তাকে সামনে রেখেই অভিযান শুরু করতে চাইছে মহামেডান স্পোর্টিং ক্লাব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন