চলতি মাসের প্রথম দিকেই প্রকাশিত হয়েছে নতুন আইলিগ (I-League) সিজনের সময়সূচী। যেদিকে নজর রয়েছে সকলের। টানা তিনবার কলকাতা লিগ জয় করার পর এবার এই টুর্নামেন্ট জেতার দিকেই নজর রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবের। চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান ইউনাইটেড ও রিয়াল কাশ্মীর।
তারপর আগামী ২৯ অক্টোবর আইজল এফসির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। যেটি সন্ধ্যা ৭টার সময় আয়োজিত হবে নৈহাটি স্টেডিয়ামে। তারপর সাময়িক বিশ্রাম নিয়ে নভেম্বরের প্রথমদিকে শিলং লাজং এফসির বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ খেলবে সাদা-কালো ব্রিগেড। কিছুদিন পর তাদের খেলতে হবে ট্রাই এফসির বিপক্ষে।
এভাবে টানা তিনটি হোম ম্যাচ খেলার পর আগামী মাসের ১০ তারিখ দিল্লীতে প্রথম অ্যাওয়ে খেলতে যাবে মহামেডান দল। তবে শুধু সাদা-কালো ব্রিগেড নয়। নয়া দল ইন্টারকাশির দিকেও নজর থাকবে সকলের। প্রথমবারের মতো বারানসী থেকে কোনো ফুটবল ক্লাব হিসেবে জতীয় স্তরে উঠে এসেছে এই ফুটবল দল। যেখানে রয়েছেন পিটার হার্টলি থেকে শুরু করে অরিন্দম ভট্টাচার্যের মতো ফুটবলাররা। এবার তাদের প্রথমবার হলেও নিজেদের দাপট দেখাতে মরিয়া এই ফুটবল ক্লাব।
এসবের মাঝেই এবার মুক্তি পেল আইলিগের নয়া লোগো। ঘন্টাকয়েক আগে নিজেদের সাইট থেকে সেকথা জানায় কতৃপক্ষ। পূর্বে আইলিগ লেখার উপর একটা ফুটবল থাকলেও এবার থাকছে সম্পূর্ণ ট্রফি। অর্থাৎ ট্রফির আদলে সাজানো হয়েছে গোটা লোগো। নিচে লেখা হয়েছে আইলিগ। যা সহজেই নজর কাড়ছে সকলের।