আইলিগের ফুটবলারকে দলে নেওয়ার পথে মোহনবাগান

বিগত কয়েক সিজন ধরেই বেশ হতাশার মধ্যে দিয়ে এগোচ্ছে মোহনবাগানের (Mohun Bagan) জুনিয়র দল। কলকাতা ফুটবল‌ লিগের পাশাপাশি এবারের রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে…

saurabh bhanwala

বিগত কয়েক সিজন ধরেই বেশ হতাশার মধ্যে দিয়ে এগোচ্ছে মোহনবাগানের (Mohun Bagan) জুনিয়র দল। কলকাতা ফুটবল‌ লিগের পাশাপাশি এবারের রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে ও সেভাবে সুবিধে করতে পারেনি বাস্তব রায়ের ছেলেরা। মাঝে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করেছিল মোহনবাগান।

   

কিন্তু পরবর্তীতে ডেভেলপমেন্ট লিগের জাতীয় স্তরে থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। যা নিঃসন্দেহে ভাবিয়েছে ম্যানেজমেন্টকে। তাছাড়া এই মরশুমে শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের লিগশিল্ড জয় করেছে বাগান ব্রিগেড।  যারফলে, নতুন মরশুমে আইএসএলের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলতে নামবে দল।

সেইমতো একের পর এক দাপুটে ফুটবলারদের চূড়ান্ত করার পথে এই প্রধান। জেমি ম্যাক্লারেন থেকে শুরু করে একাধিক বিদেশী ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের। পাশাপাশি নিজেদের রিজার্ভ বেঞ্চকে ও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে তাদের। সেজন্য একের পর এক তরুণ ফুটবলারদের দলে টানছে ম্যানেজমেন্ট। যাদের মধ্যে রয়েছে লিওয়ান কাস্তানার থেকে শুরু করে সালাউদ্দিন আদনান এবং সায়ন দাসের মতো ফুটবলারদের নাম। দিনকয়েক আগে এই তিন ফুটবলারকে চূড়ান্ত করেছে সবুজ-মেরুন। কিন্তু সেখানেই শেষ নয়। সময়ের সাথে সাথে যথেষ্ট দীর্ঘ হচ্ছে সেই তালিকা।

এবার আইলিগ খেলা এক তরুণ ডিফেন্ডারকে দলে টানতে চলেছে বাগান শিবির। তিনি সৌরভ ভানওয়ালা।‌ এই মরশুমে নামধারী এফসির জার্সিতে খেলেছেন দ্বিতীয় ডিভিশন লিগ তথা আইলিগ। যেখানে কুড়িটি অ্যাপিয়ারেন্সে দুইটি গোল কন্ট্রিবিউশন থেকেছে এই সেন্টার ব্যাকের। পাশাপাশি এবারের কলকাতা লিগে কিবু ভিকুনার দলের হয়ে ও যথেষ্ট সক্রিয় ছিলেন সৌরভ‌। যতদূর খবর, নয়া মরশুমে মোহনবাগানের জার্সিতে প্রিমিয়ার ডিভিশন লিগে খেলতে দেখা যেতে পারে বছর চব্বিশের এই ফুটবলারকে‌।