I-League: প্রকাশিত হয়েছে আইলিগের সময় সূচী, কবে কাদের মুখোমুখি হবে মহামেডান?

ঘন্টাকয়েক আগেই প্রকাশিত হয়েছে নয়া আইলিগের (I-League) সময়সূচী। সেইমতো চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হতে…

mohammedan sc vs mohun bagan

ঘন্টাকয়েক আগেই প্রকাশিত হয়েছে নয়া আইলিগের (I-League) সময়সূচী। সেইমতো চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান ইউনাইটেড ও রিয়াল কাশ্মীর। তারপর আগামী ২৯ অক্টোবর আইজল এফসির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। যেটি সন্ধ্যা ৭টার সময় আয়োজিত হবে নৈহাটি স্টেডিয়ামে। এরপর নভেম্বরের প্রথমদিকে শিলং লাজং এফসির বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ খেলবে সাদা-কালো ব্রিগেড। তারপর সেই মাসের ৭ তারিখ ট্রাই এফসির বিপক্ষে মাঠে নামবে চেরনিশভের দল।

Advertisements

উল্লেখ্য, টানা তিনটি হোম ম্যাচ খেলার পর আগামী মাসের ১০ তারিখ দিল্লীতে প্রথম অ্যাওয়ে খেলতে যাবে মহামেডান দল। তার ঠিক একটা সপ্তাহ পরেই রাজস্থান মাটিতে অ্যাওয়ে ম্যাচ খেলার পর ২১ তারিখ লখনৌতে ইন্টারকাশির বিপক্ষে খেলবে এবারের কলকাতা লিগ জয়ীরা। এরপর সোজা ডিসেম্বরে ম্যাচ খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। আগামী ৩রা ডিসেম্বর নৈহাটিতে সেই শক্তিশালী শ্রীনিধি দলের সঙ্গে খেলতে হবে তাদের। ঠিক কয়েকদিন পরেই আবার ৮ই ডিসেম্বর আইলিগের অন্যতম শক্তিশালী দল তথা গোকুলাম কেরালা এফসির মুখোমুখি হতে হবে তাদেরকে।