I League : মহামেডানের জন্য গলা ফাটাবেন মোহনবাগান সমর্থকরা

ম্যাচ যার ট্রফি তার। শনিবারের মহারণের এটাই ট্যাগ লাইন। আই লিগ (I League) সেরা হওয়ার সুবর্ণ সুযোগ মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সামনে। সর্বোপরি গৌরবের আরও এক অধ্যায় যুক্ত হতে পারে কলকাতা ময়দানের ইতিহাসে। তাই মহামেডানের জন্য মোহনবাগান সমর্থকরাও উপস্থিত থাকবেন যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে।

এদিন সন্ধ্যা সাতটার সময় ম্যাচ। মুখোমুখি মহামেডান স্পোর্টিং ক্লাব এবং গোকুলাম কেরালা ফুটবল ক্লাব। আই লিগ সেরা হওয়ার ট্রফি এবং দুই দলের মধ্যে এক সুতোর ব্যবধান।

   

টুর্নামেন্ট চ্যাম্পিয়ন নির্ধারক ম্যাচের আগে ছবি পোস্ট করা হয়েছে মোহনবাগান সমর্থকদের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। সেখানে মহামেডানের সদস্যরা রয়েছেন বাগান সমর্থকদের সঙ্গে। গ্রুপ ছবিতে দীপেন্দু বিশ্বাসও রয়েছেন।

গোকুলাম এবং মহামেডানের মধ্যে মাত্র তিন পয়েন্টের ফারাক। খেতাব অর্জন করার জন্য সাদা কালো ব্রিগেডকে এই ম্যাচে জিততেই হবে। লিগের নিয়ম অনুযায়ী কোনো দলই বাড়তি সুবিধা পাচ্ছে না। কারণ এর আগে দুই দল যখন মুখোমুখি হয়েছিল তখন অমীমাংসিত থেকেছিল ম্যাচ। তাই এদিন উভয় পক্ষই চাইবে পুরো পয়েন্ট নিয়ে লিগ শিরোপা ক্লাবে আনতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন