HomeSports NewsI-league: যুবভারতীতে মহামেডানের শেষ ম্যাচ, নজর সকলের

I-league: যুবভারতীতে মহামেডানের শেষ ম্যাচ, নজর সকলের

- Advertisement -

বহু অপেক্ষার অবসান ঘটেছে এবার। গত কয়েকদিন আগেই শিলং লাজং এফসিকে হারিয়ে এবারের আইলিগ (I-League) চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যা নিয়ে বর্তমানে খুশির আমেজ রয়েছে সমর্থকদের মধ্যে। আগেও একবার এই ট্রফি জয় সুযোগ এসেছিল তাদের কাছে। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেই আফসোস ছিল সকলের মধ্যেই। তবে এবার আন্দ্রে চেরনিশভের তত্ত্বাবধানে স্বপ্ন পূরণ হয়েছে সাদা-কালো ব্রিগেডের।‌ উল্লেখ্য, টুর্নামেন্টের শুরু থেকে ট্রফি জয় পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে দল। তারা পরাজিত হয়েছিল শুধুমাত্র একটি ম্যাচে। রিয়াল কাশ্মীরের কাছে। তবে পরবর্তী ম্যাচ থেকে ফের ছন্দে ফেরে ফুটবলাররা।

তবে চূড়ান্ত সাফল্য আসলেও এখনো শেষ হয়নি এই টুর্নামেন্ট। পরিসংখ্যান অনুযায়ী মহামেডান স্পোর্টিং আইলিগ চ্যাম্পিয়ন হলেও এখনো একটি খেলা বাকি রয়েছে তাদের। এটি খেলতে হবে দিল্লির সঙ্গে। আগামী ১৩ ই এপ্রিল আয়োজিত হতে চলেছে এই ফুটবল ম্যাচ। পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের হোম গ্রাউন্ড অর্থাৎ নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না এবার।

   

বিশেষ সূত্র মারফত খবর, আগামী ১৩ তারিখ সন্ধ্যে ছটা থেকে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে এই ফুটবল ম্যাচ। এখন সেদিকেই নজর আপামর সাদা-কালো সমর্থকদের। ট্রফি জয় সম্পন্ন হলেও শেষ ম্যাচেও জয় পেতে চাইবে ডেভিডরা।

অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে জয় পেতে চাইবে দিল্লি ফুটবল ক্লাব। এবারের আইলিগে ২৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে রয়েছে এই ফুটবল ক্লাব। এই ম্যাচ জিতলেও পরিসংখ্যানে খুব একটা বদল না আসলেও ৩ পয়েন্ট নিয়েই লিগ শেষ করার পরিকল্পনা থাকবে তাদের।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular