I-League: ডেকান অ্যারেনায় খেলতে নামবে মহামেডান এসসি

Mohammedan SC will play at Deccan ArenaMohammedan SC will play at Deccan Arena

আই-লিগ ২০২২-২৩ সেশনে বৃহস্পতিবার হায়দরাবাদের ডেকান অ্যারেনায় মহামেডান স্পোর্র্টিং ক্লাবের (Mohammedan SC) ম্যাচ শ্রীনিদি ডেকান এফসির বিরুদ্ধে। আইলিগে শ্রীনিদি ডেকান টানা তিন ম্যাচে জয়ের পেয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে।

নিজেদের শেষ ম্যাচে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে জয় পেয়েছে। ঘরের মাঠে মহামেডানের বিরুদ্ধে আরও তিন পয়েন্ট তাদের লিগ স্ট্যান্ডিংয়ের শীর্ষে নিয়ে যেতে পারে। অন্যদিকে, মহামেডান স্পোটিং ক্লাব আইলিগের প্রথম দুই ম্যাচ হেরে গিয়েছে এবং ঘরের মাঠে মণিপুরী দল NEROCA FC এবং TRAU FC-এর বিরুদ্ধে টানা দু’ম্যাচে জয় দিয়ে মরসুম শুরু করেছে। জয়ের ধারাবাহিকতার অভাবে ধুঁকছে ব্ল্যাক প্যাহ্নর্সরা। দু’দলই তিন পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাবে তাই উভয়ের কাছে এই ম্যাচ কঠিন হবে।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন