আইলিগ সম্প্রচার নিয়ে ধোঁয়াশা, খেলতে নামবে দলগুলি?

I-League Broadcast controversy Indian football

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আজ অর্থাৎ ২২শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আইলিগ (I-League)। প্রথম দিনের সূচিতে নির্ধারিত রয়েছে দুটি ম্যাচ। সকাল থেকেই শ্রীনিধি ডেকান বনাম গোকুলাম কেরালা এবং ইন্টার কাশী বনাম স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর মধ্যে লড়াই দেখতে উন্মুখ ফুটবলপ্রেমীরা। কিন্তু টুর্নামেন্ট শুরু হলেও সম্প্রচার সংক্রান্ত সমস্যার কারণে টিভি পর্দায় এই খেলা দেখা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

প্রথম ম্যাচ: শ্রীনিধি ডেকান বনাম গোকুলাম কেরালা
টুর্নামেন্টের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদে। গত মরসুমে অসাধারণ পারফরম্যান্স করেও শ্রীনিধি ডেকান শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করে তারা। নতুন মরসুমে সেই হতাশা ভুলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে শ্রীনিধি। অপরদিকে, গোকুলাম কেরালা দু’বারের আইলিগ চ্যাম্পিয়ন এবং তাদের লক্ষ্য একইসঙ্গে সফল মরসুমের পুনরাবৃত্তি।

   

দ্বিতীয় ম্যাচ: ইন্টার কাশী বনাম স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু
বিকেলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে। ইন্টার কাশী, যেটি বারাণসীর ফুটবল ক্লাব, এবার হোম ভেন্যু হিসেবে নৈহাটিকে বেছে নিয়েছে। দলের কোচ আন্তোনিও লোপেজ হাবাসের অধীনে নতুন স্ট্র্যাটেজি এবং কৌশলের মাধ্যমে সাফল্য অর্জনের লক্ষ্যে মাঠে নামবে তারা। স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু, যারা গত কয়েক মৌসুমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে পরিচিতি পেয়েছে, তাদের লক্ষ্যও জয় দিয়ে অভিযান শুরু করা।

সম্প্রচার নিয়ে ধোঁয়াশা
আইলিগের সম্প্রচার সমস্যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে কয়েক সপ্তাহ আগে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে, ‘সোনি স্পোর্টস’ এই লিগ সম্প্রচারের দায়িত্ব নিতে পারে। তবে, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত ঘোষণা আসেনি।

গত সপ্তাহে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এই বিষয়ে একটি বৈঠকের আয়োজন করে। সেখানে ক্লাবগুলির তরফে চাহিদা ছিল, ‘সোনি স্পোর্টস’ টিভি সম্প্রচারের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাক। বৃহস্পতিবার রাত আটটার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত চাওয়া হলেও, কোনও নির্দিষ্ট ঘোষণা না আসায় ক্লাবগুলির মধ্যে হতাশা ছড়িয়েছে।

ম্যাচ বয়কটের সম্ভাবনা
এই সমস্যার কারণে, সম্প্রচার নিয়ে অসন্তোষ প্রকাশ করে কিছু ক্লাব প্রাথমিকভাবে ম্যাচ বয়কটের কথা ভেবেছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার সম্ভাবনা বেশি। এর প্রধান কারণ হলো, ম্যাচের প্রস্তুতি ও আয়োজন সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ম্যাচ বয়কট করলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে ক্লাবগুলিকে।

সমর্থকদের প্রতিক্রিয়া
ফুটবলপ্রেমীরা হতাশ যে, এত বড় একটি টুর্নামেন্টের সম্প্রচার নিয়ে এমন অনিশ্চয়তা রয়ে গেল। সমর্থকদের দাবি, ফেডারেশন এবং সম্প্রচারকারী সংস্থা যেন দ্রুত সমাধানে পৌঁছায়। সম্প্রচার ব্যবস্থা না থাকলে আইলিগের জনপ্রিয়তা এবং ফ্যান বেসে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আইলিগের প্রথম দিনের ম্যাচগুলি যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকলেও, টিভি সম্প্রচার সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন। এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এই ধরনের সমস্যার পুনরাবৃত্তি হলে, ভারতীয় ফুটবলের দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা অস্বীকার করা যায় না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন