HomeSports Newsজামশেদপুর এফসির কাছে ধরাশায়ী মহামেডান

জামশেদপুর এফসির কাছে ধরাশায়ী মহামেডান

- Advertisement -

ফের একবার পরাজয়ের মুখোমুখি হলো কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। সোমবার সন্ধ্যায় জামশেদপুরের স্পোর্টস কমপ্লেক্সে আইলিগের (I-League 2024) নির্ধারিত ম্যাচে খেলতে নামে মহামেডান। খালিদ জামিলের নেতৃত্বাধীন জামশেদপুর এফসির সামনে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আন্দ্রে চেরনিশভের মহামেডান দল। পূর্ণ ৯০ মিনিটের শেষে ৩-১ গোলের বড় ব্যবধানে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে ব্ল্যাক প্যান্থার্স।

ম্যাচের হাইলাইটস
ম্যাচের শুরু থেকে দুই দলই গোলের সুযোগ তৈরি করছিল। কিন্তু প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ফলে প্রথমার্ধের শেষে স্কোরলাইন ছিল ০-০। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে যায়। জামশেদপুর এফসি দারুণ ছন্দে ফিরে আসে এবং চতুর্থ কোয়ার্টারে প্রথম গোলটি করেন মহম্মদ শানন।

   

এরপর দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড জাভিয়ের সিভেরিও টোরো। দুই গোল হজম করার পর মহামেডান স্পোর্টিং একপ্রকার এলোমেলো ফুটবল খেলে। এই সুযোগ কাজে লাগিয়ে স্টেফান এজে দলের হয়ে তৃতীয় গোলটি করেন।

ম্যাচের শেষ মুহূর্তে মহম্মদ ইরশাদ মহামেডানের হয়ে একটি সান্ত্বনামূলক গোল করেন। কিন্তু তা যথেষ্ট ছিল না। ৯ ম্যাচ শেষে মাত্র ৫ পয়েন্ট নিয়ে মহামেডান স্পোর্টিং এখন লিগ টেবিলের ১২তম স্থানে।

দলের হতাশাজনক পারফরম্যান্স
ম্যাচ শেষে কোচ আন্দ্রে চেরনিশভ বলেন, “আমাদের পারফরম্যান্স প্রত্যাশার অনেক নিচে ছিল। আমরা দ্বিতীয়ার্ধে সম্পূর্ণরূপে পরিকল্পনা হারিয়ে ফেলেছি। দলকে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে আরও কঠোর পরিশ্রম করতে হবে।” সমর্থকরাও ক্লাবের এই ফর্ম নিয়ে উদ্বিগ্ন। এক সমর্থক বলেন, “প্রতিটি ম্যাচে আমরা ভুল থেকে শিখছি না। এটা খুবই হতাশাজনক।”

পরবর্তী ম্যাচে মহামেডানকে মুখোমুখি হতে হবে একটি শক্তিশালী দলের। এই হারের পর ব্ল্যাক প্যান্থার্সদের পুনরুজ্জীবিত হওয়ার বিকল্প নেই।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular