I League 2022 : শুক্রবার রিয়াল কাশ্মীরের বিপক্ষে আইলিগে অভিষেক করতে চলেছে কেঙ্কেরে এফ সি 

শুক্রবার কল‍্যানী স্টেডিয়াম আইলিগে (I League 2022) বহুপ্রতিক্ষীত অভিষেক হতে চলেছে কেঙ্কেরে এফ সি ‘র।আইলিগের প্রথম ম‍্যাচে তারা মুখোমুখি হতে চলেছে রিয়াল কাশ্মীরের। এমন বিরাট…

I League 2022 : শুক্রবার রিয়াল কাশ্মীরের বিপক্ষে আইলিগে অভিষেক করতে চলেছে কেঙ্কেরে এফ সি 

শুক্রবার কল‍্যানী স্টেডিয়াম আইলিগে (I League 2022) বহুপ্রতিক্ষীত অভিষেক হতে চলেছে কেঙ্কেরে এফ সি ‘র।আইলিগের প্রথম ম‍্যাচে তারা মুখোমুখি হতে চলেছে রিয়াল কাশ্মীরের।

এমন বিরাট মাপের একটি ফুটবল টুর্নামেন্টে ক্লাব’কে কোচিং করাতে পেরে গর্বিত কেঙ্কেরে কোচ অখিল কোঠারী।তার বক্তব্য, ” এটা আমাদের সকল কেঙ্কেরে এফসি’র সদস্যদের কাছে একটা স্বপ্ন পূরণ।দলের প্রত‍্যোকেই মাঠে নেমে একটা দারুণ পারফরম্যান্স দেওয়ার অপেক্ষায় আছে।আমরা মাঠে নামার জন্য মুখিয়ে আছি।” 

ডিসেম্বরে লিগের প্রস্তুতি শুরু করেছিল এই ক্লাব।যদিও পরবর্তী সময়ে কোভিডের জেরে আইলিগ বন্ধ হওয়ায় তারা আরো খানিকটা সময় পায় নিজেদের প্রস্তুত করার, সেই সময় মুম্বাই শিবির করে দল তৈরী করার পাশাপাশি ফুটবলার’র জৈব সুরক্ষা বলয়ে থাকার জন্য মানসিক ভাবে প্রস্তুত করা হয়।”

Advertisements

এদিন সংশ্লিষ্ট ক্লাবের কোচ ধন্যবাদ জানায় এআইএফএফ এবং ডব্লিউ আই এফ এ’কে,তাদের’কে প্রতিনিয়ত উৎসাহ প্রদান করার জন্য।

অন‍্যদিকে লিগের শুরু’টা জয় দিয়েই করেছিল রিয়াল কাশ্মীর।প্রথম ম‍্যাচে আইজল’কে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিলো তারা।মাঝে কোভিড জনিত ব্রেকের পর আবার পুনরায় একই ছন্দে শুরু করতে চান তারা।দলের কোচ রবার্টসন জানিয়েছেন,মাঝের এই মাস দুয়েকের বিরতি তারা অনুশীলন করে কাটিয়েছে,মুখিয়ে আছে পুনরায় মাঠে নামার জন্য।