Mehtab about East Bengal: ইস্টবেঙ্গলের থেকে এই খেলাটাই আশা করেছিলাম: মেহতাব

mehtab hossain

ডুরান্ডের নিয়ম রক্ষার ম্যাচে দুরন্ত ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। শক্তিশালী মুম্বাই এফসিকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে স্টিফেন কনস্টানটাইনের দল। দলের খেলায় উচ্ছ্বসিত লাল-হলুদ সমর্থকরা। ইস্টবেঙ্গল যা ফুটবল খেলেছে তাতে খুশি প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন (Mehtab Hossain)।

Advertisements

ইস্টবেঙ্গলের খেলা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে মেহতাব বলেন,‘ ইস্টবেঙ্গল শেষ ম্যাচে ভালো ফুটবল খেলেছে । তার আগে তিনটে ম্যাচে ওরা অবশ্য ভালো খেলতে পারেনি। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে ভালো ফুটবল মেলে ধরেছে। এই খেলাটাই আমরা চাইছিলাম।স্টিফেনর

   

দল ভালো ফ্রি কিক মেরেছে। প্রতি আক্রমণ নির্ভর খেলা হয়েছে।প্রতি-আক্রমণে ক্লেইটন সিলভা চমৎকার গোল দিয়েছেন। অনেক ইতিবাচক মানসিকতার লক্ষ্য করা গিয়েছে ইস্টবেঙ্গলের থেকে।’

ডার্বি ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন,‘ ডার্বিতে আরও একটু ভালো ফুটবল খেলা উচিত ছিল। আরও সুযোগ তৈরি করা উচিত ছিল ইস্টবেঙ্গলের। মাঠে বল রেখে খেললে আমার মনে হয় আরও সুযোগ তৈরি হতো। যায় হোক এই ইস্টবেঙ্গলের গোল খাওয়ার মানসিকতা নেই ।আমি আগেই বলেছিলাম কোচকে সময় দিতে হবে। ভালো কোচ। কেউ তো আর ম্যাজিশিয়ান নয়।

ইস্টবেঙ্গলের গোল খাবো না মানসিকতা আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় সময় পেলে এই দলটা আরও ভালো ফুটবল খেলবে। আমি আশাবাদী আইএসএলে ইস্টবেঙ্গল আরও ভালো ফুটবল মেলে ধরবে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements