Emami East Bengal: এই ইস্টবেঙ্গল আরও অনেককে হারিয়ে দেবে: অলোক

ডুরান্ডের তিনটি ম্যাচে ভালো ফুটবল মেলে ধরতে পারেনি ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু নিয়ম রক্ষার শেষ ম্যাচে দুরন্ত ফুটবল খেলে সকালের হৃদয় জিতে নিয়েছে লাল-হলুদ। ৪-৩…

Former footballer Alok Mukherjee

ডুরান্ডের তিনটি ম্যাচে ভালো ফুটবল মেলে ধরতে পারেনি ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু নিয়ম রক্ষার শেষ ম্যাচে দুরন্ত ফুটবল খেলে সকালের হৃদয় জিতে নিয়েছে লাল-হলুদ। ৪-৩ গোলে মুম্বাই এফসি-কে হারিয়ে দিয়েছে টিফেন কনস্টানটাইনের দল। ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর অনেকেই স্টিফেনের প্রশংসা করেছিলেন।

প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় রীতিমত উচ্ছ্বসিত ছিলেন ইস্টবেঙ্গল কোচকে নিয়ে ।তিনি বলেছিলেন, এই কোচ কোনওদিন হারার আগে হারে না। ইস্টবেঙ্গলের দায়িত্ব সঠিক লোকের হাতে পড়েছে। মুম্বাই এফসি বিরদ্ধে জয়ের পর অলোক বলেন , ‘আমি ভুল বলিনি। কারণ আমি কোচকে চিনি দীর্ঘদিন ধরে। খুব সৎ কোচ। এইরকম বিদেশি কোচ খুব কম আছেন। ইস্টবেঙ্গলকে আরও সময় দিন। দেখবেন এই দলটা অনেককেই হারিয়ে দেবে। মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। এর থেকে আরও অনেক ভালো ফুটবল উপহার দেবে। দলের কিছু ভালো বিদেশি দরকার, তাহলে এই দলটাই অন্য ফুটবল খেলবে।’

   

ইস্টবেঙ্গলের বাজেট নাকি এটিকে মোহন বাগানের প্রায় সমান!

পাশাপাশি অলোক বলেন, ‘ এরপর কলকাতা লিগ রয়েছে। কলকাতা লিগে নিশ্চয়ই জুনিয়র ফুটবলারদের খেলবে ইস্টবেঙ্গল। তারপর রয়েছে আইএসএল। হাতে সময় রয়েছে। আমার মনে হচ্ছে আইএসএল এর আগে ইস্টবেঙ্গল দলটা গুছিয়ে নিতে পারবেন স্টিফেন।’