শনিবার ATK মোহনবাগান (ATK Mohun Bagan) খেলতে নামছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে।এফসি গোয়ার বিপক্ষে হারের পর জয়ের পথে ফিরে আসতে চায় মেরিনার্সরা।তবে এই লড়াই কঠিন হতে চলেছে তা নিয়ে দেশের ফুটবল মহল একমত।
এই প্রসঙ্গে হায়দরাবাদ এফসির কোচ মানলো মার্কেজের প্রতিক্রিয়া সংযত কিন্তু কৌশলী। এই গেম নিয়ে নিজামর্সদের কোচের বক্তব্য, “এটা দুটো ভাল দলের সাথে একটা ভাল খেলা হতে পারে, দেখা যাক কি হয়।” বিপক্ষ দলের বিরুদ্ধে নিজের গেমপ্ল্যান সামনে না আনার কৌশল হিসেবে এমন ভাবলেশহীন প্রতিক্রিয়া খুবই স্বাভাবিক। ATKমোহনবাগানের ঘরের মাঠে খেলা এবং তাদের বিরুদ্ধে তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়াটা চ্যালেঞ্জের, কেননা স্টেডিয়ামে সবুজ মেরুন ভক্তদের ঢল থাকবে।৫০-৬০ হাজার ভক্তদের সামনে হোম টিমের বিরুদ্ধে পারফর্ম করা চ্যালেঞ্জ তা ইস্টবেঙ্গল এফসি ম্যাচের আগে এফসি গোয়া কোচ কার্লোস পেনা যুবভারতীতে আগেই বলেছিলেন।
তাই কৌশলগত কারণেই হায়দরাবাদ এফসি কোচ মানলো মার্কেজের ভাবলেশহীন ভাব যাতে টিমের ওপর বাড়তি চাপ এসে না পড়ে।একে তো টানা ছ’ম্যাচ অপরাজিত থেকে কেরালা ব্লাস্টার্স এফসির কাছে হেরে কলকাতায় পা রাখতে হয়েছে এবং ইন্ডিয়ান সুপার লিগ(ISL) টপার এই তকমা জার্সিতে লেগে রয়েছে নিজামর্সদের।গতবারের লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শনিবারের ম্যাচের আগে শীর্ষস্থান ধরে রাখতে হবে,হারলে চলবে না এমন নার্ভের লড়াইতে নিজেরা নিজে থেকেই জড়িয়ে পড়েছে।