শেষ বেলায় চমক! দুই ভারতীয় ফুটবলারকে সই করানোর পথে হায়দরাবাদ

সপ্তাহ কয়েক আগেই নয়া ইনভেস্টর পেয়েছে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। দলের দায়িত্ব নিয়েছে বিসি জিন্দাল গ্ৰুপ। তাঁদের সক্রিয়তায় এবার আইএসএল খেলতে নামবে নিজামের শহরের এই…

Arshdeep Singh and Leander D'Cunha

সপ্তাহ কয়েক আগেই নয়া ইনভেস্টর পেয়েছে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। দলের দায়িত্ব নিয়েছে বিসি জিন্দাল গ্ৰুপ। তাঁদের সক্রিয়তায় এবার আইএসএল খেলতে নামবে নিজামের শহরের এই ফুটবল ক্লাব। একটা সময় দেশের এই প্রথম ডিভিশন লিগে তাঁদের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা থাকলেও বর্তমানে বদলে গিয়েছে গোটা পরিস্থিতি। আগামী ১৯ শে সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিপক্ষে মেয়েদের প্রথম ম্যাচ খেলবে হায়দরাবাদ দল।

   

বলতে গেলে আর কিছুদিনের অপেক্ষা মাত্র। তারপরেই আইএসএল অভিযান শুরু করবে এই ফুটবল ক্লাব। কিন্তু এখনও পর্যন্ত দল গঠন নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। আসলে অন্যান্যদের তুলনায় অনেকটাই দেরিতে ঘর গোছানোর কাজ শুরু করেছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। তাই শেষ বেলায় চমক দেওয়াই অন্যতম লক্ষ্য ছিল হায়দরাবাদ ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে নয়া লগ্নিকারী সংস্থার সক্রিয়তায় খেলোয়াড়দের চূড়ান্ত করার কাজ শুরু করতে থাকে থাংবোই সিংটোর দল।

সেক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলার চূড়ান্ত করার ক্ষেত্রে ও ধীরে চলো নীতি গ্রহণ করে হায়দরাবাদ। গত কয়েকদিনে উঠে আসতে থাকে একাধিক ফুটবলারদের নাম। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তাঁদের যোগদানের কথা ঘোষণা করবে ক্লাব। এসবের মাঝেই এবার উঠে আসলো দুই ভারতীয় ফুটবলারের নাম। আরশদীপ সিং এবং লিয়েন্ডার ডি’কুনহা।

গত মরসুমে মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার সঙ্গে যুক্ত ছিলেন এই দুই ফুটবলার। বিশেষ সূত্র মারফত খবর, নয়া সিজনে তাঁদেরকেই ছিনিয়ে নিয়েছে হায়দরাবাদ। সেক্ষেত্রে রক্ষণভাগের পাশাপাশি তিন কাঠির নিচেও একজন ভরসাযোগ্য ফুটবলার পাবেন সিংটো।