দুইবারের আইলিগ জয়ী তারকাকে দলে নিয়ে চমক দিল Hyderabad FC

Footballer Alex Saji

চলতি দলবদলের বাজারে বিরাট চমক দিলো গতবারের আইএসএল চ‍্যাম্পিয়ান হায়দ্রাবাদ এফসি (Hyderabad FC)। গোকুলাম কেরালার হয়ে দুইবার আইলিগ চ‍্যাম্পিয়ান হওয়া ফুটবলার আলেক্স সাজি’কে দলে নিয়ে চমক দিলো তারা।দীর্ঘ মেয়াদী চুক্তিতে সংশ্লিষ্ট ফুটবলার যোগ দিয়েছেন এমনটাই জানা গিয়েছে।

Advertisements

২০২৪-২৫ মরশুম অবধি সাজি’কে দেখা যাবে হায়দ্রাবাদ এফসি’তে। ক্লাবের সাথে সই পর্ব মেটার প‍র তিনি বলেছেন, ” যুব ফুটবলার’দের পাশে থাকে সব সময় হায়দ্রাবাদ এফসি।এখানে যুব ফুটবলার’রা অনেক বেশি সুযোগ পায়।আমি এই ক্লাবের অংশীদার হতে পেরে দারুণ খুশি।আমার মতো ফুটবলারের কাছে এটা একটা দারুণ সুযোগ।

আমি মানোলোর কোচিংয়ে খেলার জন্য মুখিয়ে আছি।চাই নিজের খেলাকে আরও উন্নতি করে তুলতে।একটা অত্যন্ত উত্তেজক মরশুমের সাক্ষী থাকতে চলেছি আমি।প্রথম বার আইএসএলে খেলতে চলেছি ভেবেই কেমন লাগছে।”

Advertisements

কেরালার ওয়ানাদে বেড়ে ওঠা এই ফুটবলার কেরিয়ার শুরু করেন রেডস্টার ফুটবল এ্যাকাডেমিতে।এরপর গোকুলামে যোগদান করেন,দুই বার গোকুলাম কেরালার হয়ে আইলিগ জিতেছিলেন তিনি।

মূলত সেন্ট্রাল ব‍্যাকের এই ফুটবলার রাইট ব‍্যাক হিসেবেও দারুণ কার্যকর ভূমিকা পালন করতে পারে।আইলিগে ২৬ টা ম‍্যাচ খেলেছেন গোকুলামের হয়ে,AFC Cup Group Stage – এ ক্লাবের হয়ে প্রতিটি ম‍্যাচেই খেলেছিলেন তিনি।
ঘরোয়া ফুটবলে বেশ কিছু মরশুমে ধারাবাহিকতার সাথে খেলার পর অনূর্ধ – ২৩ জাতীয় দলেও ডাক পান এই ফুটবলার।এবার আইএসএলের আসরে নিজেকে কেমন ভাবে মেলে ধরতে পারে এই ফুটবলার, নজর থাকবে সেই দিকে।