মোদী ঘনিষ্ঠ আম্বানিকে চ্যালেঞ্জ, জনগণের ইন্টারনেট জনপ্রিয় CPIM শাসিত কেরলে

দেশের মধ্যে প্রথম নিজেদের ইন্টারনেট পরিষেবা চালু করল কেরল সরকার। দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী সকলেই বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সিপিআইএম…

দেশের মধ্যে প্রথম নিজেদের ইন্টারনেট পরিষেবা চালু করল কেরল সরকার। দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী সকলেই বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সিপিআইএম (CPIM) নেতৃত্ব চলা কেরলের এলডিএফ সরকারের এই উদ্যোগে দেশজুড়ে চাঞ্চল্য। কারণ এই উদ্যোগ কার্যত মোদী ঘনিষ্ঠ আম্বানিকে চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।

কেরল ফাইবার অপটিক নেটওয়ার্ক লিমিটেড যা আগেই চালু করা হয়েছিল, তার আওতায় সুবিধা পাবে আম জনতা৷ ইন্টারনেটকে সহজলভ্য করে তুলতে, টেলিযোগাযোগ বিভাগ থেকে ইন্টারনেট পরিষেবা প্রদানে সাহায্যের জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল। এবার তারই সুবিধে পাবেন দারিদ্র‍্য সীমার নীচে বসবাসকারী মানুষ। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা ট্যুইট করে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এমনকি এটাই দেশের মধ্যে প্রথম৷ তাও ঘোষণা করেন তিনি।

করোনাকালে অনেকেই নির্ভরশীল ছিলেন অনলাইন পরিষেবার ওপর৷ স্কুল-কলেজের পঠনপাঠন থেকে সমস্ত কিছুই ছিল নির্ভর করত ইন্টারনেট পরিষেবার ওপর৷ কিন্তু আর্থিক স্বচ্ছলতা না থাকার কারণে অনেকেই তার সুবিধা পাননি। এবার থেকে সেই সমস্যা আর থাকছে না।

যদিও ২০১৯ সালেই ইন্টারনেট পরিষেবাকে মানুষের মৌলিক অধিকারের মধ্যেই ঘোষণা করেছিল কেরল সরকার। সেই লক্ষ্যেই তৈরি হয় ১৫৪৮ কোটি টাকার কেরল ফাইবার অপটিক নেটওয়ার্ক প্রকল্প। এবার থেকে সেটাই বাস্তবায়িত হল৷ দারিদ্র সীমার নিচে বসবাসকারী সমস্ত মানুষ ও ৩০ হাজার সরকারি অফিসে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে।

এর ফলে ডিজিটাল বিভাজন থাকবে না বলেই মনে করছে কেরল সরকার। কেরল সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷