ISL Coaching Update: টমাস টচর্জের সঙ্গে কথাবার্তা শুরু হায়দরাবাদের, কোনপথে চুক্তি?

এই সিজনের (ISL) শুরুতে মিকেল স্ট্যাহরের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স। পুরনো সমস্ত কিছু ভুলে এই সুইডিশ কোচের হাত ধরেই চূড়ান্ত সাফল্য পাওয়ার পরিকল্পনা…

Thomas Tchorz as New Head Coach

short-samachar

এই সিজনের (ISL) শুরুতে মিকেল স্ট্যাহরের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স। পুরনো সমস্ত কিছু ভুলে এই সুইডিশ কোচের হাত ধরেই চূড়ান্ত সাফল্য পাওয়ার পরিকল্পনা ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের। সেজন্য তাঁর পছন্দ অনুযায়ী সমস্ত ফুটবলারদের সই করিয়েছিল ম্যানেজমেন্ট। কিন্তু সেটা কার্যকরী হয়নি। আসলে এই বিদেশি কোচের হাত ধরে শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। ম্যাচ যত এগিয়েছে ততই হতাশাজনক পারফরম্যান্স থেকেছে আইএসএলের এই ফুটবল দলের। যার প্রভাব এসেছিল লিগের পয়েন্ট টেবিলে।

   

এমনকি ক্ষোভে ফুঁসতে শুরু করেছিল সমর্থকদের একটি বিরাট অংশ। ‌ সবদিক মাথায় রেখেই শেষ পর্যন্ত ছাঁটাই করা হয়েছিল মিকেল স্ট্যাহরে সহ তাঁর সকল সাপোর্টিং স্টাফেদের। এরপর থেকেই দলের দায়িত্ব পালন করে আসছিলেন থেক্কাথারা পুরুষোথামণ এবং টমাস টচর্জ। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থেক্কাথারা পুরুষোথামণ থাকলেও দল গঠনের ক্ষেত্রে সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে টমাসের। স্ট্যাহরের অবর্তমানে জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলের ও দায়িত্ব তুলে দেওয়া হয় তাঁর হাতে। যার ফল ও মিলেছিল ব্যাপকভাবে। একটা সময় দল অনেকটা পিছিয়ে পড়লে ও সেখান থেকে ধীরে ধীরে প্লে-অফের লড়াইয়ে উঠে এসেছিল কেরালা।

শেষ পর্যন্ত সুপার সিক্স নিশ্চিত করা সম্ভব না হলেও ফুটবলারদের লড়াকু পারফরম্যান্স খুশি করেছে সকলকে। বর্তমানে কলিঙ্গ সুপার কাপে নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়াই প্রধান লক্ষ্য সকলের। ‌ তবে এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাব। এসবের মাঝেই এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে কেরালা ব্লাস্টার্সের সহকারী কোচ টমাস টচর্জের নাম। বলাবাহুল্য, মিকেল স্ট্যাহরের বিদায় নেওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন থেক্কাথারা পুরুষোথামণ। তাঁর সহকারি হিসেবে রয়েছেন টমাস।

শোনা যাচ্ছে আগামী মরসুমের জন্য তাঁকে দলের দায়িত্ব আনতে চাইছে সাবেক আইএসএল চ্যাম্পিয়ন দল হায়দরাবাদ এফসি। সেইমতো কথাবার্তাও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। অন্যদিকে দেখলে থাংবোই সিংটো হায়দরাবাদ এফসির দায়িত্ব ছাড়ার পর দলের দায়িত্ব পালন করে আসছেন শামিল চেম্বাকাথ। তাঁর তত্ত্বাবধানে দল বেশ কয়েকটি ম্যাচে ভালো পারফরম্যান্স করলেও খুব একটা খুশি নয় ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই নয়া কোচ চূড়ান্ত করার কাজ অনেক আগেই শুরু করে দিয়েছিল নিজামের শহরের এই ফুটবল দল।

তাই ইন্ডিয়ান সুপার লিগের পরিচিত এবং সফল কোচের দিকেই নাকি এগোতে চলেছে হায়দরাবাদ এফসি। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।