HomeSports Newsওডিশার কাছে নাস্তানাবুদ হয়ে কী বললেন সিংটো? জানুন

ওডিশার কাছে নাস্তানাবুদ হয়ে কী বললেন সিংটো? জানুন

- Advertisement -

সোমবার গাছিবাউলি স্টেডিয়ামে আইএসএলের অষ্টম ম্যাচ খেলতে নেমেছিল হায়দরাবাদ এফসি‌ (Hyderabad FC)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসি‌। সম্পূর্ণ সময়ের শেষে ৬ গোলের ব্যবধানে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের কাছে পরাজিত হতে হয় আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবকে। যারফলে ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের ১১ নম্বরে থেকে যায় নিজামের শহরের এই ফুটবল ক্লাব। উল্লেখ্য, গত কেরালা ম্যাচে পিছিয়ে থেকেও জয় নিশ্চিত করেছিল হায়দরাবাদ।

সোমবার সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। ঘরের মাঠে ম্যাচ থাকলেও প্রথম থেকেই পাল্লা ভারি থেকেছে হুগো বুমোসদের। তারপর সময় যত এগিয়েছে ততই ব্যবধান বাড়িয়েছে ওডিশা। যারফলে এই ম্যাচের শেষে পয়েন্ট টেবিলের বেশ কিছুটা উপরে চলে আসে সার্জিও লোবেরার ওডিশা এফসি। যারফলে অন্যান্য দল গুলির পাশাপাশি এবার আইএসএলের শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসতে শুরু করে এই ফুটবল ক্লাব। অন্যদিকে, নিজেদের ঘরের মাঠে দলের এমন তথৈবচ পারফরম্যান্স কিছুতেই যেন মেনে নিতে পারছেন না হায়দরাবাদ কোচ।

   

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, ” কয়েক দিনের বিরতির পর আমরা আবার অনুশীলনে ফিরে এসেছিলাম। তবে এক্ষেত্রে দলের ফুটবলাররা ম্যাচ ফিট ছিল কিনা অথবা অনুশীলনের সক্রিয়তা নিয়ে ভাবলে সেটা আদৌও সুপরিকল্পিত ছিল কিনা, সেগুলি নিয়ে আমাদের ভাবতে হবে। একেবারে প্রথম থেকে আমাদের গোটা বিষয়টির দিকে নজর রাখতে হবে। আজ আমি মনে করি, এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে পরাজয়, আমার যা কিছু ছিল। সুতরাং, এটি একটি কঠিন, কঠিন দিন আমাদের সকলের জন্য।”

সিংটো আরও বলেন, “আমাদের এই পারফরম্যান্স থেকে শিক্ষা নিতে হবে‌। তারপরে আবার এগিয়ে যেতে হবে। সামনে আরেকটা কঠিন ম্যাচ আসছে। তাই এক্ষেত্রে আমাদের কোমড় বেঁধে নিজেদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এটা যথেষ্ট কঠিন হতে চলেছে, কিন্তু আমাদের সামনের দিকে তাকিয়ে থাকতে হবে এবং ভালো কিছুর জন্য আশা করতে হবে।”

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular