মঙ্গলবার ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ডুরান্ড কাপে (Durand Cup) ত্রিভুবন আর্মি এফসিকে (Tribhuvan Army FC) ৩-০ গোলে হারিয়ে ২০২৩-২৪ মরসুমে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে হায়দ্রাবাদ এফসি (Hyderabad FC)। বৃষ্টি ভেজা মাঠে গা গরম করার মতো ফুটবল খেলেছে হায়দ্রাবাদ এফসি।আরেন ডি’সিলভা (১৬, ২৪ ও ৬৯ তম মিনিটে) নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেছেন এদিনের ম্যাচে। এবং সেই সুবাদে এইচএফসি তাদের ডুরান্ড কাপ অভিযানের প্রথম জয় অর্জন করেছে।
প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচের প্রথম একাদশে বিশেষ পরিবর্তন করেনি হায়দ্রাবাদ। একই দল নিয়ে মাঠে নেমেছিল দল। ম্যাচের প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগে আরেন এবং রামলুঞ্চুঙ্গা নিজেদের মধ্যে খেলে আক্রমণ তুলে এনেছিলেন প্রতিপক্ষের বক্সে। এর কয়েক মিনিট পর মোহাম্মদ ইয়াসিরের সহায়তায় ফের গোল করার সুযোগ চলে আসে আরেনের সামনে। পঁচিশ মিনিটের মধ্যে ২-০ গোল এগিয়ে যায় হায়দ্রাবাদ। নিম দর্জি এদিনের ম্যাচে অনবদ্য ছিলেন। আক্রমণের শুরুটা হয়েছিল নিমের পা থেকে। শেষটা করেছেন আরেন। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দিয়েছিলেন জালে।
🤩 Our #DurandCup2023 campaign ends with a W!@DsilvaAaren makes history as we finish second in Group E…#HFCTAFC #DurandCup2023 #TheNawabs #మనహైదరాబాద్ #HyderabadFC 💛🖤 pic.twitter.com/AQvdv3SigO
— Hyderabad FC (@HydFCOfficial) August 22, 2023
মার্ক জোথানপুইয়া এবং হিতেশ শর্মার মিডফিল্ড শেষ পর্যন্ত নিজামের শহরের দলকে ক্রমাগত শীর্ষে রাখার জন্য লড়াই করেছিল। ৬৯ তম মিনিটে আরেন নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন। ইয়াসিরের পাঠানো ক্রস ফিল্ড বল খুঁজে পেয়েছিল আরেনের ঠিকানা। ফিনিশ করতে কোনো ভুল করেননি তিনি। নেপালের দল পিছিয়ে যায় ৩-০ ব্যবধানে। গোয়ার স্ট্রাইকার এইচএফসির হয়ে হ্যাটট্রিক করা প্রথম ভারতীয় হলেন। পাশাপাশি ক্লাবের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসাবে দুরন্ত হ্যাটট্রিক করার নজির গড়লেন আরেন।