সুপার কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল হায়দরাবাদ এফসি

শেষ কিছু মরসুম ধরে একেবারেই ছন্দে নেই হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। গতবারের মতো এবারও সিজনের শুরুতে ভারতীয় কোচ থাংবোই সিংটোর তত্ত্বাবধানে সাফল্য পেতে তৎপর ছিল…

Hyderabad FC Announces Full Squad for Kalinga Super Cup

শেষ কিছু মরসুম ধরে একেবারেই ছন্দে নেই হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। গতবারের মতো এবারও সিজনের শুরুতে ভারতীয় কোচ থাংবোই সিংটোর তত্ত্বাবধানে সাফল্য পেতে তৎপর ছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব। সেজন্য তাঁর নির্দেশ মতোই দেশি ও বিদেশি ফুটবলারদের সই করিয়েছিল ম্যানেজমেন্ট। সেইসাথে অধিনায়ক নির্বাচিত করা হয় দেশের তরুণ তারকা অ্যালেক্স সাজিকে। কিন্তু শেষ মুহূর্তে দল গঠনের ফলে প্রাক মরসুম প্রস্তুতির খুব একটা সময় পায়নি হায়দরাবাদ। যার প্রভাব পড়েছিল দলের পারফরম্যান্সে। তবে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে ছিল নিজামের শহরের দলের।

Advertisements

যদিও সেটা ধরে রাখা সম্ভব হয়নি। পরবর্তীতে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে থাকার সুবাদে ম্যাচ জয়ের পরিস্থিতি দেখা দিলেও সেটা বাস্তবায়িত হয়নি। তবে দলের খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও একক দক্ষতায় সকলকে চমকে দিয়েছিলেন এডমিলসন কোরিয়ার পাশাপাশি স্টেফান সাপিচের মতো ফুটবলাররা। তবে সময়ের সাথে সাথেই বদলেছে পরিস্থিতি। দলের হতাশাজনক পারফরম্যান্স থাকায় আইএসএলের মাঝপথেই থাংবোই সিংটোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ম্যানেজমেন্ট। তাঁর বদলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে শামিল চেম্বাকাথের তত্ত্বাবধানে লড়াই করতে শুরু করেছিল দল৷

   

Also Read | কেরালার বিপক্ষে মাঠে নামার আগে কী বললেন অস্কার?

Advertisements

তবে দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও আসন্ন কলিঙ্গ সুপার কাপ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর একবারের আইএসএল জয়ীরা। সেইমতো শনিবার সন্ধ্যায় নিজেদের সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে আইএসএলের এই ফুটবল ক্লাব। সেই অনুযায়ী দলের গোলরক্ষক হিসেবে থাকছেন যথাক্রমে আরশদীপ সিং, করঞ্জিত সিং, লালবিয়াখলুয়া জংটে, আরিয়ান সরোহা।‌ দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন মুহাম্মদ রাফি, অ্যালেক্স সাজি, পরাগ শ্রীবাস, লিয়েন্ডার ডি’কুনহা, মনোজ মোহাম্মদ, সোয়াল জোশি, স্টেফান সাপিখ।
মাঝমাঠের দায়িত্বে থাকছেন আন্দ্রেই আলবা, আয়ুষ অধিকারী, সিওয়াই গডার্ড, অভিজিৎ পিএ, আরন ভ্যানলালরিঞ্চনা, লেনি রড্রিগুস, ইসাক ভানমালাস্মা। ফরোয়ার্ডে থাকছেন এডিমিলসন কোরিয়া, অ্যালান পলিস্তা, রামহ্লুঞ্চুঙ্গা, জোসেফ সানি, সৌরভ কে, দেবেন্দ্র মুরগাঁওকর এবং আব্দুল রাবেইন।