হুগো বুমোসকে (Hugo Boumous) নিয়ে শেষ হচ্ছে না জল্পনা। আগামী মরসুমে কোন ক্লাবের হয়ে খেলবেন সেটা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী। হুগো বুমোসের মোহনবাগান সুপার জায়ান্টকে বিদায় জানানো শুধু সময়ের অপেক্ষা।
সোশ্যাল মিডিয়ায় করা আপডেট অনুযায়ী, মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়তে চাইছেন হুগো বুমোস। আগামী মরসুমেও ওডিশা এফসির কোচ থাকতে পারেন সের্জিও লোবেরা। হুগো সের্জিওর কোচিংয়ে আগেও খেলেছেন। সবুজ মেরুন জার্সিতে তাঁর কেরিয়ার অনিশ্চিত।
Roy Krishna: ওডিশাতেই থাকতে পারেন রয় কৃষ্ণা !
২০২৩-২৪ মরসুমের মাঝপথে ইন্ডিয়ান সুপার লিগের স্কোয়াড থেকে বুমোসকে বাদ দিয়েছিলেন মোহনবাগান। তারপর আর বাগানের হয়ে মাঠে নামা হয়নি তাঁর। খাতায় কলমে হুগো বুমোস এখনও মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার। কিন্তু ক্লাবের হয়ে কতটা খেলার সুযোগ রয়েছে সেটা প্রশ্ন। হুগো ফর্মে থাকলে এখনও যে কোনো দলের হয়ে কার্যকর ভূমিকা নিতে পারেন।
মোহনবাগানের হয়ে ২০২৩-২৪ মরসুমে ম্যানেজমেন্টের প্রত্যাশা মতো খেলতে না পারলেও অনুশীলনে পরিশ্রম করেছিলেন। ক্লাবের প্রতি তাঁর আবেগের বহিঃপ্রকাশ হয়েছিল মাঠেই। মোহনবাগান সমর্থকদের অনেকেই চেয়েছিলেন হুগোকে রেখেই দল সাজাক লোপেজ হাবাস। তেমনটা হয়নি। জনি কাউকো হুগোর জায়গায় মানিয়ে নিয়েছিলেন।
Its just a Metter of time now
Hugo boumous request @mohunbagansg management to accept #OdishaFC offer or terminate his contacts so he can reunite with his favorite coach Sergio Lobera at @OdishaFC
edit- @90rfootball#indiansuperleague #Isl
#IndianFootball #joymohunbagan https://t.co/GfaCCVo2PT pic.twitter.com/t3DkdRFHDt— Roshan Meher (@rmeher474) May 28, 2024
Mohun Bagan: এক ম্যাচে ৭ গোল করা ফুটবলারকে দলে নিল মোহনবাগান!
কাউকোকে আগের থেকে স্লো মনে হলেও কাজের কাজ করে দেখিয়েছিলেন। মোহনবাগান জিতেছিল লিগ শিল্ড। আগামী দিনেও কাউকো অনিশ্চিত, এমনকি হুগো বুমোসও। জল্পনা সত্যি হলে যেতে পারেন ওডিশা এফসিতে।