ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ থেকেই দলের (Mohun Bagan) দায়িত্ব সামলাচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস। বলতে গেলে নতুন কোচ না আসা পর্যন্ত দলের দায়িত্ব সামলাবেন এই স্প্যানিশ কোচ। তবে এই দলের হয়ে হাবাসের দায়িত্ব গ্রহণ কোন নতুন বিষয় নয়। পূর্বেও এটিকে থেকে শুরু করে এটিকে মোহনবাগান দলের দায়িত্ব সামলেছেন তিনি।
তার হাত ধরে বহু উত্থান পতনের সাক্ষী রেখেছে কলকাতারই ফুটবল দল। দল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও হয়েছে একাধিকবার। সেজন্য, সবদিক বিচার বিবেচনা করেই এই বিপদের দিনে হাবাসের উপরই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। সবদিক মাথায় রেখেই এবার নতুন করে খেলোয়াড় এনে দল সাজানোর পরিকল্পনা ছিল বাগানের। সেইমতো তালিকা নির্মাণ করা হয়।
সেই সময় থেকেই শোনা যায় যার মরোক্কান তারকা হুগো বুমোসের ছাঁটাই হওয়ার কথা। যা নিয়ে তখন থেকেই শোরগোল পড়ে যায় সমর্থকদের মধ্যে। একটা সময় শোনা যায় যে এবার হয়ত মোহনবাগান ছেড়ে মুম্বাই সিটি এফসিতে যোগ দেবেন বুমোস। তবে পরবর্তীতে সমস্ত কিছু ভুল প্রমান করে বাগান ব্রিগেডেই থেকে যান বুমোস।
তবে গতকাল আইএসএল থেকে বুমোসকে আন রেজিস্টার করিয়ে নেয় মোহনবাগান। তার পরিবর্তে ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকোকে রেজিস্টার কয়ার দল। তারপর দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় সমস্ত কিছু। অর্থাৎ বুমোসের যে বিদায় ঘটছে তা বুঝে যান সকলে।
যারফলে,আজ ঘন্টাকয়েক আগে নিজের সোশ্যাল সাইট থেকে আবেগপ্রবণ একটি পোস্ট করেন হুগো বুমোস। তিনি লেখেন, মরশুমের বাকি ম্যাচ গুলির জন্য দলকে শুভেচ্ছা জানাই। সমর্থকদের তরফ থেকে যে আদর ও ভালোবাসা পেয়েছি তা কখনো ভুলতে পারবো না। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি।