আইপিএল ২০২৪ (IPL 2024)-এর দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে হেরে গিয়েছে ভারতের বিস্ফোরক ব্যাটসম্যান ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। দিল্লি প্রথমে ব্যাট করে ১৭৪ রান করে পাঞ্জাবকে জয়ের জন্য ১৭৫ রানের টার্গেট দিয়েছিল। শেষ ওভারে ৪ উইকেট বাকি থাকতেই এই লক্ষ্য পূরণ করে পাঞ্জাব কিংস। দিল্লির এই হারের পর বড় বিবৃতি দিলেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান রবিন উথাপ্পা। দিল্লির টিম ম্যানেজমেন্ট নিয়ে এবার বড় প্রশ্ন তুললেন এই প্রাক্তন ক্রিকেটার।
প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান রবিন উথাপ্পা বলেছেন, ‘আমি বুঝতে পারছি না কেন দিল্লি ক্যাপিটালস দল তাদের খেলোয়াড়দের সাপোর্ট করে না। দিল্লি ভারতীয় খেলোয়াড়দের চেয়ে বিদেশি খেলোয়াড়দের ওপর বেশি আস্থা রাখে, যা একেবারেই ভুল। বিদেশিদের তালিকায় শীর্ষ ৬ ব্যাটসম্যানের মধ্যে ৪ জনকেই খেলিয়েছে দিল্লি। পৃথ্বী শ দিল্লির হয়ে ওপেন করতেন, কিন্তু তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেছেন, ‘ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ ওপেন করতে আসার পর শাই হোপ ব্যাট করতে আসেন। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যান অভিষেক পোড়েলই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে এসে ১৭৪ রানের স্কোরে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন’।
Robin Uthappa ” The problem with DC management is that they never try the Indian lads out.Abishek Porel would be super impressive in top order. He will probably like Sai Sundarshan. You will never know if you never try him “pic.twitter.com/aNKZbKWhg6
— Sujeet Suman (@sujeetsuman1991) March 23, 2024
উথাপ্পা আরও দাবি করেছেন, দিল্লি ক্যাপিটালস দল অনেক সমস্যায় পড়েছিল। কিন্তু ৯ নম্বর ব্যাটসম্যান শেষ বলে এসে ১০ বলে করেন ৩২ রান। শেষ দিকে ভারতীয় ক্রিকেটাররা এমন ঝড়ো ইনিংস না খেললে দিল্লির এই স্কোর হত না। এমন পরিস্থিতিতে ভারতীয় খেলোয়াড়দের ওপর বেশি ভরসা করা উচিৎ দিল্লির।
অভিষেক পোড়েল প্রথম ইনিংসের শেষ দিনে মাঠে নেমে একটি বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ রান করেন তিনি।