Durand Cup: এত গোল মিস করলে মোহনবাগান কীভাবে জিতবে- রহিম নবি

Ex-footballer Rahim Nabi

ডুরান্ডের (Durand Cup) প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটডের বিরুদ্ধে মুখপড়ে পড়েছিল তারকা খচিত মোহনবাগান ।  দ্বিতীয় ম্যাচে মুম্বাই এফসির বিরুদ্ধেও ড্র করেছে। তাই মোহনবাগানকে নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছে। ডুরান্ডের পরবর্তী পর্বে উঠতে পারবে কিনা তা নিয়েও সন্ধিহান অনেকেই।

Advertisements

তবে মোহনবাগানকে নিয়ে যত প্রশ্নই তৈরি হোক না কেন প্রাক্তন ফুটবলার রহিম নবি (Rahim Nabi) মনে করছেন, দল ভালো খেলছে। এত গোল মিস করলে ম্যাচ জেতা যায় না বলছেন তিনি। এই প্রসঙ্গে নবিকে জিজ্ঞাসা করা হলে বলেন, ‘এত গোল মিস করলে ম্যাচ জেতা যায় না। আর এত গোল মিস করলে ডিফেন্ডাররাই বা কি করবে? বাগানের খেলা আমার ভালো লেগেছে। কিন্তু অতিরিক্ত গোল মিস হচ্ছে বলেই এই সমস্যা তৈরি হচ্ছে। ফুটবলে গোলই শেষ কথা। গোল হলে মোহনবাগানের খেলা নিয়ে এত প্রশ্ন তৈরি হতো না।’

দলের রক্ষণ নিয়ে প্রশ্ন করা হলে বিশেষ করে পোগবাকে নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ সবে দুটো ম্যাচ খেলেছে । সেট হতে তো সময় দিতেই হবে।এক্ষুনি পোগবাকে নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। এত গোল মিস করলে রক্ষণ কি করবে?’

Advertisements

এএফসি কাপ নিয়ে এক্ষুনি মন্তব্য করতে চান না নবি কারণ এখনও নির্বাসন তোলেনি ফিফা। তাই এএফসি কাপে মোহনবাগান খেলতে পারবে কিনা সে নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে।