HomeSports NewsMohun Bagan: ডুরান্ড কাপে জয়ের প্রভাব পড়তে পারে সিএফএলের ম্যাচে

Mohun Bagan: ডুরান্ড কাপে জয়ের প্রভাব পড়তে পারে সিএফএলের ম্যাচে

- Advertisement -

প্রয়োজনীয় জয় পেল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। এই জয় শুধু ডুরান্ড কাপেই নয়, আগামী দিন কলকাতা ফুটবল লিগের ম্যাচেও প্রভাব ফেলতে পারে। এবং এই প্রভাব হয়তো দলের জন্য ইতিবাচক হবে।

   

ডুরান্ড কাপের জয় কেন কলকাতা ফুটবল লিগের ম্যাচে প্রভাব ফেলবে?
এবারের কলকাতা ফুটবল লিগে মোহনবাগান যে দল নামাচ্ছে, প্রায় সেই দলটাই শনিবার খেলল ডাউনটাউন হিরোস এফসির বিরুদ্ধে। এগারোজনের মধ্যে টম আলড্রেড, গ্লান মার্টিনস, আশীষ রাই ছাড়া বাকি আটজন ডেভেলপমেন্ট দলের। এই ডেভেলপমেন্ট দলটাই খেলছে কলকাতা ফুটবল লিগ ২০২৪।

Mohun Bagan Kicks Off Durand Cup

কলকাতা ফুটবল লিগে মোহনবাগান প্রত্যাশা মতো খেলতে পারছে না। পয়েন্ট হারাতে হারাতে পয়েন্ট তালিকার নিচের দিকে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। ধারাবাহিকতা বজায় না রাখতে পারার প্রভাব ফুটবলারদের মনের ওপর চাপ তৈরি করতে পারে। জয় তথা পুরো পয়েন্ট রাজ, দীপেন্দু, টাইসনদের আত্মবিশ্বাস যোগাবে।

গত মরসুমে ডুরান্ড কাপ জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সমর্থকরা চাইবেন এবারেও ট্রফি জিতুক তাদের প্ৰিয় দল। সেই সঙ্গে কলকাতা ফুটবল লিগের পয়েন্ট তালিকায় বাগানের উন্নতি দেখতে চাইছেন সবুজ মেরুন সমর্থকরা।

ডাউনটাউন হিরোস এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের একাদশ:
সুমিত রাঠি, রাজ বাস্ফোর, টম আলড্রেড, অভিষেক সূর্যবংশী, জাহিদ, গ্লান মার্টিনস, আশীষ রাই, টাইসন, সালাহ, সুহেল আহমেদ ভাট, রবি রানা।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular