নেটমাধ্যমে হইচই ফেলে দেওয়া ডেলিভারি গার্ল পৌলমী, কেমন আছেন এই ফুটবল তারকা?

Poulomi Adhikari

একটা সময় জাতীয় দলের জার্সিতে খেলে সকলকে চমকে দিয়েছিলেন বাংলার মহিলা ফুটবলার পৌলমী অধিকারী (Poulomi Adhikari)। তবে সে সুখ ছিল মাত্র অল্প দিনের। অর্থনৈতিক সমস্যার দরুন ধীরে ধীরে নিজের স্বপ্নের ফুটবল থেকে রীতিমতো দূরে সরে যাচ্ছিলেন তিনি। যারফলে সব কিছু ছেড়ে ডেলিভারি গার্লের কাজ শুরু করেছিলেন পৌলমী।

একদিন তার লড়াইয়ের কাহিনী নেটমাধ্যমে আসতেই শোরগোল পড়ে যায় গোটা দেশে। তাকে নিয়ে বিভিন্ন পোস্ট তৈরি হওয়ার পাশাপাশি লাখো লাখো মানুষের কমেন্টে উপচে পড়তে থাকে নেটমহল। যারফলে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তারপরে একদিন আইএফএ র তরফ থেকে যোগাযোগ করা হয় তার সঙ্গে।

   

এমনি রাজ্যের ক্রীড়া মন্ত্রীর তরফ থেকে ও পাশের থাকার আশ্বাস পান এই মহিলা ফুটবলার। কিন্তু তাতে আদৌ কতটা লাভবান হয়েছেন পৌলমী? জানা গিয়েছে সেই আগের মতো এখনো সেই ডেলিভারির কাজ করেই নিজের সংসার চালাতে হচ্ছে তাকে। সেইসাথে দিনে এক ঘন্টা করে চলে ফুটবল প্রাকটিস। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটি বিশেষ মাধ্যম কে তিনি বলেন, সেলিব্রিটি হলাম ঠিকই, কিন্তু অভাব আর মিটল না। তাহলে কি বিফলে গেল সকলের আশ্বাস?

এই প্রসঙ্গে পৌলমী আরো জানান, আইএফএ’র পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর তরফ থেকে পাশে থাকার আশ্বাস মেলায় এখনো আশা জিইয়ে রাখছেন তিনি। তাই হাজারো সমস্যা অভাব- অনটনের মধ্যে ও ফুটবল কে প্রতিদিনের রুটিনের সঙ্গে বেঁধে নিয়েছেন তিনি। তবে একটা সময় পরিবারের সকলের কথা ভাবতে গিয়েই ফুটবল ছাড়তে হয়েছিল পৌলমী কে। আরো জানা গিয়েছে, পৌলমীর জন্য আইএফএ তরফ থেকে বিশেষ চাকরির ব্যাবস্থা করা হলে ও অধিক দূরত্বের পাশাপাশি অতি অল্প বেতন থাকায় তা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি পৌলমীর পক্ষে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন