হরমিপাম রুইভাকে ছাড়তে পারে কেরালা,‌ বাজিমাত করবে কে?

"Mohun Bagan SG's Interest in Promising Footballer Ruivah Hormipam of Kerala Blasters

কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। তারপরই স্পষ্ট হয়ে যাবে এবারের কলিঙ্গ সুপার কাপ জয়ী দলের নাম। একদিকে যেমন চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া এবং খালিদ জামিলের জামশেদপুর এফসির মত ফুটবল দল। অন্যদিকে, ঠিক তেমনভাবেই সিনিয়র এবং জুনিয়র ফুটবলারদের সংমিশ্রণে দল গঠন করে সকলকে চমকে দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। দেশের অন্যান্য ফুটবল টুর্নামেন্ট গুলির পাশাপাশি এই গুরুত্বপূর্ণ কাপ টুর্নামেন্টে ও ব্যাপক ছন্দে রয়েছে সবুজ-মেরুন।

Advertisements

Also Read | বাগানের তরুণ ফুটবলারকে নিতে আগ্ৰহী উরুগুয়ের এক ফুটবল ক্লাব

দিন কয়েক আগেই সুপার কাপের কোয়ার্টার ফাইনালে ডেভিড কাতলার শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে অনায়াসেই পরাজিত করেছে দীপক টাংড়িরা। প্রতিপক্ষ দলে একের পর এক হাইপ্রোফাইল ফুটবল থাকলেও খুব একটা সুবিধে করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। মোহনবাগানের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে। এই ছন্দ বজায় রেখেই সেমিফাইনালে বাজিমাত করতে চান বাস্তব রায়। সেইমত চলছে প্রস্তুতি। অপরদিকে জেতা ম্যাচ হাতছাড়া করায় প্রবল অখুশি কেরালা ম্যানেজমেন্ট। বলতে গেলে এমন পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না সমর্থক থেকে শুরু করে ক্লাব কর্তৃপক্ষ।

দলের এমন হতশ্রী পারফরম্যান্স দেখে এবার নড়েচড়ে বসেছে সকলেই। এক্ষেত্রে দলের কথা মাথায় রেখে এবার হয়তো ছাঁটাই করা হতে পারে একাধিক ফুটবলারদের। যাদের মধ্যে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি দেখা যেতে পারে বেশ কিছু বিদেশি ফুটবলারকে। এমনকি কপাল পুড়তে পারে দলের আগত দুই নতুন ফুটবলারের। তারপর থেকেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে হরমিপাম রুইভার (Hormipam Ruivah) নাম। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০২৭ সাল পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তিবদ্ধ এই ভারতীয় সেন্টার ব্যাক। এবারের এই ফুটবল মরসুমে দলের হয়ে খেলেছেন একাধিক ম্যাচ।

Advertisements

Also Read | আইপিএলে ৩৫ বলে শতরান করে ইতিহাস গড়লেন বৈভব

তবে খুব আহামরি পারফরম্যান্স থাকেনি তাঁর। সেজন্য চুক্তি থাকলেও এবার হয়তো তাঁকে রিলিজ করে দিতে চায় ম্যানেজমেন্ট। সেই দিকে নজর রেখেই এবার এই ডিফেন্ডারকে নিতে যথেষ্ট আগ্রহী কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। উল্লেখ্য, এবারের এই সিজন শুরু হওয়ার পূর্বে হরমিপাম রুইভাকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেইমত কথাবার্তা ও এগিয়ে ছিল অনেকটা। কিন্তু শেষ পর্যন্ত কেরালাতেই থেকেছেন এই বছর চব্বিশের ফুটবলার। আবার ও উঠে আসতে শুরু করেছে তাঁর দল ছাড়ার কথা। শেষ পর্যন্ত কোথায় সই করেন এই ফুটবলার এখন সেটাই দেখার।