দলবদলের বাজার তুলকালাম করে ঘরে ফিরলেন মিঠুন

পুরনো দলেই ফির ফিরলেন মিঠুন ( Mithun Samanta)। আই লীগের দল Trau ফুটবল ক্লাবের হয়ে খেলতে নামবেন নতুন মরসুমে।

Mithun Samanta

পুরনো দলেই ফির ফিরলেন মিঠুন ( Mithun Samanta)। আই লীগের দল Trau ফুটবল ক্লাবের হয়ে খেলতে নামবেন নতুন মরসুমে। ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে তার ঘরে ফেরার সংবাদ।

মিঠুন সামন্ত কলকাতা ময়দানে পরিচিত নাম। কলকাতার একাধিক ক্লাবের সঙ্গে যুক্ত থেকেছেন কেরিয়ারের শুরু দিকে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, দুই শিবিরের সঙ্গে এক সময় যুক্ত ছিলেন তিনি। Trau ফুটবল ক্লাবের হয়ে এর আগে দুই দফায় তিনি খেলেছিলেন। এই নিয়ে তৃতীয়বার Trau ফুটবল ক্লাবে যোগ দিলেন মিঠুন।

   

মিঠুন সামন্ত গোলকিপার। দূর্গ রক্ষার দায়িত্ব থাকে তার ওপর। এক সময় ময়দানের অন্যতম উঠতি খেলোয়াড় হিসেবে উচ্চারিত হতো তার নাম। একাধিকবার বড় ক্লাবের সঙ্গে যুক্ত থাকলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সেভাবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়াও কলকাতার পিয়ারলেস ক্লাবের হয়েও তিনি খেলেছেন। ২০২১-২২ মরসুমে তাকে দলে নিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব।

মহামেডান স্পোর্টিং ক্লাবের তৎকালীন তিরিশ নম্বর জার্সিধারী এই গোলরক্ষকের জন্ম দেশের রাজধানী শহর দিল্লিতে। জন্ম ১৯৯২ সালে। Trau কম বাজেটের ফুটবল ক্লাব। আসন্ন আই লীগের মরসুম হতে চলেছে বেশ কড়াকড়ি। সুযোগ পেলে নিজের নিশ্চই উজাড় করে দিতে চাইবেন মিঠুন।