Charanjit Singh : চলে গেলেন কিংবদন্তি হকি দলের অধিনায়ক চরণজিৎ সিং

একের পর এক মৃত্যু সংবাদ। ভারতীয় ক্রীড়া মহলে ফের শোকের ছায়া। চলে গেলেন কিংবদন্তি চরণজিৎ সিং (Charanjit Singh)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। ভারতের ১৯৬৪…

Charanjit Singh

একের পর এক মৃত্যু সংবাদ। ভারতীয় ক্রীড়া মহলে ফের শোকের ছায়া। চলে গেলেন কিংবদন্তি চরণজিৎ সিং (Charanjit Singh)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর।

ভারতের ১৯৬৪ সালের টোকিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ী হকি দলের অধিনায়ক ছিলেন চরণজিৎ সিং। জানা গিয়েছে, বৃহস্পতিবার হিমাচল প্রদেশের উনায় নিজের বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হৃদরোগ কাবু করে ফেলে এক সময় হকি ফিল্ড দাপিয়ে বেরানো চরণজিৎ-কে। সেই সঙ্গে বয়সজনিত সমস্যাতেও ভুগছিলেন বেশ কিছু দিন ধরে। পাঁচ বছর আগে স্ট্রোক হয়েছিল তাঁর। সেই থেকে তিনি পক্ষাঘাতগ্রস্থ।

   

পরিবারের পক্ষ থেকে ভিপি সিং বলেছেন, ‘পাঁচ বছর আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর বাবা পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়েছিলেন। তিনি লাঠি নিয়ে হাঁটতেন। কিন্তু গত কয়েক মাস ধরে স্বাস্থ্যের অবনতি হয়। এবং আজ সকালে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।’ চরণজিৎ সিং- এর দুই সন্তান। এক ছেলে ও এক মেয়ে।

Advertisements

সামনের মাসেই জন্মদিন। ৯১ বছরে পা দিতেন চরণজিৎ। তার আগেই হার মানলেন জীবন যুদ্ধে। ১৯৬৪ সালে অলিম্পিকে সোনাজয়ী দলের অধিনায়কত্ব করার পাশাপাশি ১৯৬০ সালের গেমসে রূপো জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। এছাড়াও, ১৯৬২ সালের এশিয়ান গেমসের রৌপ্য-বিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News