২,৩৮৮ দিন পর আর্সেনালের শাপমোচন

আর্সেন ওয়েঙ্গার জমানার পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ খেলল আর্সেনাল (Arsenal)। খেলল রাজার মতো। PSV-কে ৪-০ গোল উড়িয়ে দিল Arsenal। কিংবদন্তি আর্সেন ওয়েঙ্গারের জমানার…

Arsenal's First Champions League

আর্সেন ওয়েঙ্গার জমানার পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ খেলল আর্সেনাল (Arsenal)। খেলল রাজার মতো। PSV-কে ৪-০ গোল উড়িয়ে দিল Arsenal।

কিংবদন্তি আর্সেন ওয়েঙ্গারের জমানার পর প্রত্যাশা মতো খেলতে পারছিল না আর্সেনাল। গত মরসুমে ক্লাবের প্রাক্তন ফুটবলার মিকেল আর্তেতার প্রশিক্ষণে ঘুরে দাঁড়ায় ক্লাব। শেষ মুহূর্তে পয়েন্ট না খোয়ালে ইংলিশ প্রিমিয়ার লীগ জিততে পারতো আর্সেনাল। রানার্স দল গানাররা। সেই সুবাদে চ্যাম্পিয়ন্স লীগে আর্সেনালের কামব্যাক।

   

২ হাজার ৩৮৮ দিন পর চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে গোল পেল আর্সেনাল ‘, বুকায়ো সাকা গোল করা মাত্র বলে উঠলেন ধারাভাষ্যকার। ম্যাচ শুরু হওয়ার আট মিনিটের মাথায় এগিয়ে যায় আর্সেনাল। সাকার গোলের পর এমিরেটস স্টেডিয়ামে যেন খেলে যাচ্ছিল বিদ্যুৎ। দীর্ঘ দিনের অপেক্ষার অবসান, শাপমোচন।

দীর্ঘ কয়েক বছর পর চ্যাম্পিয়ন্স লীগে একে অন্যের বিরুদ্ধে মাঠে নেমেছিল PSV এবং আর্সেনাল। আন্তর্জাতিক ফুটবল মহলে বহু প্রতিভার উত্থানের সাক্ষী থেকেছে এই ক্লাব। কিন্তু আর্সেনালের বিরুদ্ধে এদিনের ম্যাচে কাজ করেনি ডাচ ক্লাবটির কোনো জারিজুরি। মুহুর্মুহু আক্রমণের সামনে ভেঙে পড়ে তাদের রক্ষণ। বিরতির আগেই আর্সেনালের তিন গোল। ম্যাচের ললাট লিখন পড়তে কারও অসুবিধা হচ্ছিল না তখন । চতুর্থ গোল দ্বিতীয়ার্ধে। PSV কোনো গোল পরিশোধ করতে পারেনি। আর্সেনালের হয়ে গোল করেছেন যথাক্রমে বুকায়ো সাকা, লিওনার্ড ত্রসার্ড, গ্যাব্রিয়েল হেসুস, মার্টিন ওদেগার্ড।

Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News